Migrant Workers শারদ উৎসবের আলো নেই পরিযায়ী শ্রমিকদের পরিবারে। ভিন দেশে আটকে মুর্শিদাবাদ জেলার ৫৫ জন পরিযায়ী শ্রমিক, উদ্বেগে পরিবার। দুর্গোৎসবের রোশনাইয়ে আলোকিত চারিদিক। পরিবারে সবার সঙ্গে আনন্দের মুহূর্ত। ঠিক সেই সময় বিভিন্ন দেশে আটকে এই মুর্শিদাবাদ জেলার বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে আলো নেই। দুশ্চিন্তায় কাটছে প্রতিটা মুহূর্ত। কবে ঘরের ছেলে বাড়ি ফিরবেন ? সেই আশা আশঙ্কাতে দিন কাটছে তাঁদের।
Migrant Workers আরও পড়ুনঃ Samserganj সামসেরগঞ্জে উৎসবে অন্ধকার এল পরিযায়ীর পরিবারের
Migrant Workers বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কাজ করে যাচ্ছেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির মতিউর রহমান। বুধবার তিনি জানালেন,এই মুহূর্তে ৫৫ জন পরিযায়ী শ্রমিক বিভিন্ন দেশে আটকে রয়েছেন। সৌদি আরব Saudi Arabia সহ বিভিন্ন দেশে। তার মধ্যে কান্দি থানা Kandi PS এলাকার পাতেন্ডা, খোশবাসপুর,আন্দুলিয়ার তিনজন আটকে রয়েছেন। এছাড়া সৌদিআরবে দুজনের মৃতদেহ আটকে রয়েছে। বহরমপুর থানা এলাকার দুজনের মৃতদেহ সৌদি আরবে আটকে রয়েছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিক বিদেশে গিয়ে নানা সমস্যায় জড়িয়ে পড়ছেন। এর ফলে কেউ জেলে বন্দি হচ্ছেন, কেউ আবার দেশে ফিরতে পারছেন না। প্রধান কারণগুলি হলোঃ
বেতন না মেলা – অনেক শ্রমিক যাঁদের কাছে কাজ করছেন, সেই মালিক সময়মতো বেতন দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে অন্য কোথাও কাজে যোগ দিচ্ছেন। কিন্তু এতে আইনি জটিলতা তৈরি হচ্ছে।
মালিকের মিথ্যা অভিযোগ – বেতন না দেওয়া সত্ত্বেও প্রথম মালিক শ্রমিকদের নামে নানা অভিযোগ পুলিশে জানান। এতে শ্রমিকরা জেলে যেতে বাধ্য হচ্ছেন।
Migrant Workers এনওসি না পাওয়া – দেশে ফেরার জন্য এনওসি (No Objection Certificate) প্রয়োজন হয়। কিন্তু অনেক মালিক ইচ্ছাকৃতভাবে এই এনওসি আটকে দিচ্ছেন। এর ফলে শ্রমিকদের দেশে ফেরার প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে।
নিখোঁজ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া – অনেক শ্রমিক দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কখনও তাঁরা নিখোঁজ হয়ে যাচ্ছেন, পরে জানা যাচ্ছে তাঁরা জেলে রয়েছেন।
আইনি জটিলতা – বিদেশের আইন সম্পর্কে অজ্ঞতা বা মালিকপক্ষের অভিযোগের কারণে শ্রমিকরা দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়ার ফাঁদে আটকে যাচ্ছেন।
অপর্যাপ্ত সহায়তা – পরিবার থেকে অভিযোগ জানানো হলেও অনেক সময় দ্রুত ব্যবস্থা নেওয়া যায় না, ফলে শ্রমিকদের দেশে ফেরা আরও দেরি হচ্ছে।
Migrant Workers এইসব কারণেই মুর্শিদাবাদের বহু শ্রমিক বিদেশে গিয়ে গুরুতর সমস্যায় আটকে পড়ছেন এবং দেশে ফিরতে পারছেন না।