Migrant Workers দিল্লিতে কাজে গিয়ে বস্তির পাশে দেওয়াল ভেঙে একই পরিবারের চারজনের মৃত্যুতে শোকস্তব্ধ মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী গ্রাম । শনিবার সকালে দিল্লির হরিনগরে একটি দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয় ৮ জনের। নিহতদের মধ্যে রয়েছেন নওদার গঙ্গাধারি জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল মন্ডল, রুকসোনা খাতুন, রুবিনা বিবি , হাসিনা খাতুনের। এই দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঐ পরিবারেরই হাসিবুল মন্ডল। হাসিবুল ও রবিউল দুই ভাইই পরিযায়ী শ্রমিক। দিল্লিতে ঘুরেঘুরে ভাংরির ব্যবসা করতেন তাঁরা। শনিবার সন্ধ্যায় দিল্লি শফদরজং হাসপাতালে Safdarjung Hospital চিকিৎসাধীন হাসিবুর রহমানকে দেখতে জান তৃণমূলের তিন সাংসদ। ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান Abu Taher Khan , জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে।

Migrant Workers রবিবার সকালে মৃতদের বাড়িতে জান মুর্শিদাবাদ জেলা পরিষদের পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা।
Migrant Workers এক লহমায় চারজনকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। এখন গ্রামে দেহ ফেরার অপেক্ষায় পরিবার পরিজনেরা। রবিবার দুপুরে দিল্লিতে ময়নাতদন্তের পর চারজনের দেহ রয়না দিয়েছে । রাজ্য সরকারের পক্ষ থেকে দেহ বাড়িতে ফেরান হচ্ছে বলে দাবি তৃণমূল সাংসদের। ভিন রাজ্যে কাজে গিয়ে একই পরিবারের চার সদস্যদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।