Migrant Workers কেরালায় কর্মসূত্রে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিক। মৃতদের নাম আব্বাস আলী (২৫) ও আমরুল মন্ডল (৪০)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কেরালার Kerala পাট্টুমটম এলাকায়। জানা গেছে, রাস্তার কাজ শেষ করে ডাম্পার গাড়িতে করে ফিরছিলেন তাঁরা। সেই গাড়িতে ১৮টি ব্যারেল ছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারলে গাড়ির মধ্যে ভারসাম্য হারিয়ে রাস্তার ওপর পড়ে যান দুই শ্রমিক। তাঁদের গায়ের ওপর ব্যারেল পড়ে গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
Migrant Workers এই দুর্ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের সকলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গী Jalangi থানার ঘোষপাড়া অঞ্চলের গলাদড়িয়া এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে। মৃত আব্বাস আলীর বাড়ি সাগরপাড়া থানার সীমান্তবর্তী টিকটিকিপাড়া এলাকায়, আর আমরুল মন্ডলের বাড়ি জলঙ্গী থানার গলাদড়িয়া গ্রামে। তাঁরা কেরালার প্রমবাভুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ও সেখানেই শ্রমিকের কাজ করতেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার ও গ্রামে। তাঁদের দেহ দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক স্তরে যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।