Migrant Workers বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্তা। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা অব্যাহত। বাংলাদেশি বলে দেগে দিয়ে হেনস্থা চলছেই। ফের ওড়িশায় Odisha মুর্শিদাবাদের ১৭ পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হল। অভিযোগ, বাংলাদেশি বলে দেগে দিয়ে ওই শ্রমিকদের আটকে রাখে পুলিস। গত ১৮ নভেম্বর রাত থেকে তাঁদের আটকে রাখা হয় । বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছিল । শ্রমিকদের ঠিকাদার তাঁদের উদ্ধার করতে গেলে ঠিকাদারকেও আটকে রাখে পুলিশ। ওই শ্রমিকরা লালগোলা ও রঘুনাথগঞ্জ এলাকার বড়জুমলার বাসিন্দা। বিষয়টিতে জেলা পুলিস ও প্রশাসনের হস্তক্ষেপ চায় পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। রবিবার দুপুরের ছাড়া পান শ্রমিকরা।
আরও পড়ুনঃ দাদন নিয়ে দিল্লি গিয়ে পরিযায়ী শ্রমিকের একি পরিণতি !

Migrant Workers কী হয়েছিল শ্রমিকদের সঙ্গে ?
Migrant Workers পরিযায়ী শ্রমিকদের ওই মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক শনিবার জানান, প্রথমে শ্রমিকদের ওড়িশার কেন্দ্রাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আলাদা-আলাদা করে কেন্দ্রাপাড়া টাউন ও কেন্দ্রাপাড়া সদর, রাজনগর ও আরও একটি থানায় রাখা হয়। তার মধ্যে কেন্দ্রাপাড়া থানার অধীনে ছিলেন ১২ জন। তাঁদের একটি সরকারি পলিটেকনিক কলেজ ক্যাম্পসের ক্যাম্পে রাখা হয়। তাঁদের মোবাইল কেড়ে নেওয়া হয়। ঠিকাদার শ্রমিকদের সাথে দেখা করতে গেলে তাকেও আটক করে হেনস্থা করে। সম্প্রতি শামসেরগঞ্জের পরিযায়ী শ্রমিকরা ওড়িশায় হেনস্থার কবলে পড়েছিলেন। জেলা পুলিশের হস্তক্ষেপে আজ কিছুক্ষন আগে তাঁরা ছাড়া পেয়েছেন।
Migrant Workers হেনস্থার শিকার হয়েছিলেন ভগবানগোলার শ্রমিকরাও
Migrant Worker সম্প্রতি ভগবানগোলার ১১ জন শ্রমিকও ওড়িশায় হেনস্থার কবলে পড়েছিলেন। তাঁদের গত মঙ্গলবার রাতে আটকে রাখা হয়। বুধবার বিকেলে ছাড়া পান। শামসেরগঞ্জের মহিশাস্থলি গ্রামের অনেক বাসিন্দা ওড়িশায় গিয়ে আটকে পড়েন। ওড়িশায় আটকে থাকা শ্রমিক সইফুদ্দিন মোমিনের ভাই নাসিম আনসারি বলেন, এখানকার বাসিন্দারা কেও কটক যায়, কেও ভুবনেশ্বর যায়। মুর্শিদাবাদের লোক ওড়িশাতে ২০-৩০ বছর কাজ করে আসছেন। আগে কোনও দিন এই ঘটনা ঘটেনি। মহিশাস্থলি গ্রামের ১০ জন ও সুতি থানার অন্তর্গত বাহাগুলপুর গ্রামের ২ জনকে আটকে রাখা হয়। খাওয়ার ব্যবস্থা করা হয়নি। কুঁড়ে ঘরে রেখে দেওয়া হয় তথ্য যাচাইয়ের নামে। বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল। আটকে থাকা পাঁচ জনকে শুক্রবার রাতে ছাড়া হয়েছে। আবার তাঁদেরকে রবিবার তলব করা হয়েছে। এর আগে ১২ জনকে ১৯ নভেম্বর রাতে ছাড়া হয়।
Migrant Workers আসিফ ফারুক জানান, সব মিলিয়ে বাংলাদেশি বলে মুর্শিদাবাদের প্রায় এক হাজার জন পরিযায়ী শ্রমিককে এবার ভিন রাজ্যে হেনস্তা করা হয়। ওয়েস্ট বেঙ্গল মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কামাল হোসেন অভিযোগ তোলেন, কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূলের গোপন আঁতাতের জেরে এই ঘটনা ঘটছে। এর আগে এনারসি নিয়ে রাজনীতি হয়েছে। এসআইআর নিয়েও রাজনীতি হচ্ছে।
Migrant Workers কী হয়েছিল শ্রমিকদের সঙ্গে ? উল্লেখ্য, এর আগে গত বছর জুলাই মাসেও ওড়িশাতে কাজে গিয়ে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক আক্রমণের শিকার হন। তাঁরা ওড়িশা থেকে ফিরে এসে গত বছর ১৪ আগস্ট ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
রিপোর্টঃ পবিত্র ত্রিবেদী















