এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Workers এবার বিহারেওমুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ

Published on: August 3, 2025
Migrant Workers

Migrant Workers ফের মুর্শিদাবাদের পর  রঘুনাথগঞ্জ থানার Raghunathgunj Police Station  বড়শিমূল ও মিঠিপুরের ১০ জন নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে হেনস্থার স্বীকার হয়ে বিহার ছেড়ে এলাকায় ফিরলেন। পরিযায়ী শ্রমিক লাল্টু সেখ, জাহাঙ্গীর আলমদের  অভিযোগ প্রত্যেকের মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছে বিহারের চানদৌতি ( chandauti) থানার পুলিশ । অভিযোগ তাঁদের সমস্ত নথি জাল বলে মন্তব্য করে ওখানকার পুলিশ। শ্রমিকদের দাবি, কেউ সাত বছর কেউ আট বছর, কেউ দু-তিন বছর নির্মান শ্রমিক হিসাবে ঐ অঞ্চলে কাজ করছিলেন। কিন্তু হঠাতই দিন ১৫ ধরে তাঁদের বাংলায় কথা বলার জন্য দিনের পর দিন হেনস্থার করা শুরু হয়।

Migrant Workers এলাকায় ফিরেই তারা রবিবার সকালে রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের বাড়িতে যান তাঁদের উপর হেনস্থা ও অত্যাচারের প্রতিকার চেয়ে। মন্ত্রী আখরুজ্জামান বলেন, আমার এলাকার নির্মাণ শ্রমিকদের হয়রান করা হচ্ছে। লুঙ্গি পড়ার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে চলে যেতে বলা হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বসবাস করবো, আর এই ভাবে বিজেপি ডবল ইঞ্জিন সরকার এইসব করবে তা আমরা মানবো না । আখরুজ্জামানের আরও হুঁশিয়ারি, এই ভাবে হয়রানি চলতে থাকলে বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে শমীক ভট্টাচার্য যারাই মুর্শিদাবাদের মাটিতে পা দেবেন তাঁদের ঘেরাও করা হবে।

Migrant Workers যদিও এনিয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক শুব্রত মৈত্রর  দাবি ডুবন্তো তৃণমূলকে ভোটের আগে তোলার জন্য বাঙালী সেন্টিমেন্ট দিয়ে দিকে দিকে প্রচার চালাতে চাইছে। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে বাঙালী পরিযায়ী ইস্যুতে সরগরম নবাবের জেলা মুর্শিদাবাদও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now