Migrant Worker ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি শ্রমিকের

Published By: Imagine Desk | Published On:

Migrant Worker মাত্র দিন ২০ আগে জেলা ছেড়ে ভিন রাজ্যে পা দেওয়া। এর মধ্যেই ভিন রাজ্যে মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদেপরিযায়ী শ্রমিকের। সাগরদীঘির পাটকেলডাঙা অঞ্চলের মসামাড়া ডাঙাপাড়ার বাসিন্দা শ্রমিক পরিবারে নেমে এল শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, কাজ করে বাড়িতে ফিরে স্নান করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইমরান শেখের। পরিবার সুত্রে জানা গেছে, দু বছর ধরে ভিন রাজ্যে কাজ করত ইমরান শেখ। দিন ২০ আগে চেন্নাইয়ে রাজ মিস্ত্রীর কাজে গিয়েছিল। সোমবার সন্ধ্যায় কাজ সেরে বাসায় ফিরে স্নান করতে গিয়েছিল ঐ যুবক। তখনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়।

Migrant Worker মৃতের আত্মীয় কুতুবউদ্দিন সেখ জানান, কুড়ি দিন হল চেন্নাইয়ে কাজে গিয়েছিল। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রাজমিস্ত্রির কাজ করত। পরিবারে স্ত্রী, মা, বাবা আছে। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ভিনরাজ্যে তরতাজা যুবকের মর্মান্তিক পরিণতিতে শোতস্তব্ধ পাড়া প্রতিবেশীরা।