Migrant Worker মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি কেরালায়

Published By: Imagine Desk | Published On:

Migrant Worker মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি। মাত্র দু মাস হয়েছিল কেরালায় যাওয়া। কথা ছিল আর এক মাস পরেই ফেরার। কিন্তু সেই কথা আর রাখা হল না। কোলের সন্তান হল বাবা হারা। স্ত্রী, বৃদ্ধ মা আজ আপনজন হারিয়ে শোকে কাতর। ঈদের আগেই পরিযায়ী শ্রমিকের পরিবারে নেমে এল শোকের ছায়া। সাগরপাড়ার বালিবোনার বাসিন্দা রনি সেখের মর্মান্তিক পরিণতি কেরালায়। দুঃসংবাদ বাড়ি আসতেই শোকে পাথর পরিবার। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় সজনেরা।

Migrant Worker জানা গিয়েছে, কেরালায় রাস্তা ঢালাইয়ের কাজ করত রনি। রবিবার সকালে কাজ করার সময়ই অসুস্থ বোধ করে সে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। সূত্র মারফৎ এমনটাই জানতে পেরেছে পরিবার। মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় বালিবোনা।

Migrant Worker  সাগরপাড়ার পাশাপাশি রানীনগরের বামনাবাদে মণ্ডল পরিবারেও কান্নার রোল। পরিবারের একমাত্র রোজগেরে সরজিৎ মণ্ডল। মাত্র ১০ দিন হল কেরালায় গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে। কাজে গিয়েই আকস্মিক মৃত্যু ঘটল তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে শ্রমিকের। পরিবারে রয়েছে দুই মেয়ে, স্ত্রী। স্বজন হারানোর বেদনায় চোখের জল শুঁকিয়েছে স্ত্রী, সন্তানদের। আত্মীয় সজনেরাও বাকরুদ্ধ। এমন পরিণতি কল্পনাও করতে পারছে না কেউ। দেহ কবে ফিরবে! সেই অপেক্ষায় রয়েছে গোটা গ্রাম।