Migrant Worker চেন্নাইয়ে রহস্যজনক পরিণতি হরিহরপাড়ার পরিযায়ীর

Published By: Imagine Desk | Published On:

Migrant Worker  মাত্র চার মাস আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরুপপুর মাঠপাড়ার বাসিন্দা সাদ্দাম শেখ চেন্নাইয়ে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে। স্ত্রী, মাকে কথা দিয়েছিলেন ফিরবেন, মেটাবেন সংসারের অভাব, অনটন। কিন্তু কথা রয়ে গেল বাকি। মঙ্গলবার সকালে হঠাৎ বাড়িতে এল দুঃসংবাদ। পরিবার জানল গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সাদ্দাম। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ল আত্মীয় সজনেরা। স্ত্রী, মায়ের চোখ মোছাতে ভিড় করলেন এলাকার অসংখ্য মানুষ।

Migrant Worker কী বলছে পরিবার?

Migrant Worker  পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাদ্দামকে।  স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রীর দাবি, সোমবার রাতেও ফোনে কথা বলেছিলেন।  টাকা পাঠানোর কথাও ছিল।

শোকার্ত পাড়া প্রতিবেশীরা

Migrant Worker আত্মহত্যা নাকি নেপথ্যে অন্যকিছু!

Migrant Worker  মৃতের মা অভিযোগ করেন সাদ্দামের কাছে পারিশ্রমিকের জমানো টাকা ছিল। সেই টাকার জন্যই সাদ্দাম শেখকে খুন করা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে চেন্নাইয়ের স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলেই পরিবার সূত্রে জানা গেছে। নিথর দেহ এখন গ্রামে ফেরার অপেক্ষা। সংসারের দেখভালের জনই ভিন রাজ্যে গিয়ে কী এমন হল? এই প্রশ্নের উত্তর খুঁজছে সাদ্দামের মা ও স্ত্রী।