Migrant Worker কেরালায় কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। প্রাণ গেল হুমায়ুন কবীর নামে এক পরিযায়ী শ্রমিকের। দুঃসংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়লেন মৃতের আত্মীয় সজনেরা। শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিরামপুরের কান্দিপাড়ায় পরিযায়ী শ্রমিকের বাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে দুই সন্তান, স্ত্রী, পরিবারের জনই উপার্জনের আশায় কেরালায় কাজে গিয়েছিলেন হুমায়ুন কবীর। সেখানেই কী এমন হল? ধোঁয়াশায় পরিবার।

Migrant Worker মৃতের স্ত্রী শাকিলা খাতুন জানিয়েছেন, রাতেও ফোন কথা হয় স্বামীর সাথে। কথাবার্তায় কোন অস্বাভাবিক কিছুই লক্ষ্য করা যায়নি। সকালেই খবর আসে মৃত্যুর। কেন কী হল কিছুই জানা নেই। পরিবারের দাবি, কেরালার ঘরভাড়া করে থাকতেন হুমায়ুন কমৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেংগে পড়েছেন পরিবারের সদস্যরা। মাত্র পাঁচ মাস আগে কেরালায় কাজে গিয়ে কী এমন হল যে প্রাণ গেল? উঠছে প্রশ্ন। মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার। সংসারের একমাত্র উপার্জনকারীর অস্বাভাবিক পরিণতিতে শোকে পাথর পরিবার।













