Oman Labours Return ওমান (Oman) থেকে অবশেষে বাড়ি ফিরছেন মুর্শিদাবাদের (Murshidabad) ১১ জন পরিযায়ী শ্রমিক (Migrant Worker)। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁরা হাওড়াগামী ট্রেনে রয়েছেন। আগামীকাল, শুক্রবার দুপুর ২টোয় তাঁদের হাওড়া ফেরার কথা। তারপর রাতেই ফিরবেন মুর্শিদাবাদে। গত ২৩ আগস্ট থেকে তাঁরা আটকে রয়েছেন। ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। ১ বছর আগে ওমানে গিয়েছিলেন ওই শ্রমিকরা। তাঁদের ফেরা নিয়ে চরম টানাপোড়েন চলছিল। অনিশ্চয়তায় অসহায়ভাবে তাঁদের পরিবারের সদস্যরা দিন কাটাচ্ছিলেন। বাড়ি ফিরতে কোম্পানি ক্ষতিপূরণের দাবি করেছিল। অবশেষে ‘ক্ষতিপূরণ’ ছাড়াই তাঁরা বাড়ি ফিরতে পারছেন।

আরও পড়ুনঃ Murshidabad Labour Dubai: এবার দুবাইয়ে আটকে ১১ পরিযায়ী শ্রমিক
Oman Labours Return ১১ নভেম্বর বিকেলে তাঁদের বাড়ি ফেরার বিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়। তবে কার্যত কিছু না খেয়েই তাঁদের ফিরতে হচ্ছে। কোম্পানি সকালে চা বিস্কিট ছাড়া আর কিছু খাওয়ার ব্যবস্থা করেনি বলে অভিযোগ। তাঁদের মধ্যে কান্দি, ভরতপুর, বেলডাঙ্গা, নবগ্রাম ব্লকের বাসিন্দারা রয়েছেন। কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিউর রহমান বৃহস্পতিবার বলেন, গতকাল ওমান থেকে সকাল ৬ টায় বেরিয়েছেন। এরপর বেলা ১০ টায় শ্রমিকরা সেখানে বিমানবন্দরে পৌঁছন। বেলা ১ টায় দুবাই পৌঁছন তাঁরা। সেখান থেকে মুম্বই আসেন। এরপর ট্রেনে হাওড়া। ছয় জন ও পাঁচ জন দুই ভাগে এসেছেন। আমার সঙ্গে ছয় জনের টিমের যোগাযোগ হয়েছে। এই শ্রমিকদের ফেরানোর জন্যে মতিউর রহমানের সংস্থা প্রথম থেকে উদ্যোগ নেয়।
Oman Labours Return এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ওমান থেকে ফিরতে না পারা ১১ জন পরিযায়ী শ্রমিক তিন মাস কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজ ভারতে ফিরছেন। এই কাজে যারা সহযোগিতা করেছেন তাঁদের আমরা কখনও ভুলবো না। ওমান এম্বাসির পক্ষে Mr. Dinesh Kumar Rana Attaché (CW-II) ও Mrs. Tavishi Behal Pandey Deputy Chief of Mission / Political Officer এবং ডঃ বন্দনা শ্রীবাস্তব, মিসেস অফ কন্সুলেট জেনারেল অফ ইন্ডিয়া জেনিভা শ্রী রাহুল শ্রীবাস্তব (আইপিএস), তাঁদের দৌলতে এম্বাসিতে গত প্রায় ২ দুমাস থাকা ও খাওয়ার ব্যবস্থা হয়। দোভাষী দিয়ে কেসে লড়াই করা থেকে কেস জেতানো সবই। আজ তাঁরা উন্মুত্ত, তাঁরা তাঁদের পরিবারের কাছে দু তিনদিনের মধ্যেই ফিরে আসবেন। ধন্যবাদ অন্যান্য সব অফিসার, মুর্শিদাবাদ জেলা প্রশাসন, মাইগ্রেশন ওয়েলফেয়ার বোর্ড, শ্রমদপ্তর ও সেই সঙ্গে ধন্যবাদ এসডিপিও কান্দিকে।
Oman Labours Return এদিকে দুবাইয়ে আটকে রয়েছেন ১১ জন পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদ ছাড়াও নদীয়া, উত্তর ২৪ পরগনার শ্রমিকরা রয়েছেন। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ও নওদার ২ জন শ্রমিক রয়েছেন। মাস দুয়েক আগে দুবাইকে কাজে গিয়ে বিপাকে হরিহরপাড়ার গণেশনগর কলোনির বাসিন্দা অরুণ হালদার । ছেলে বাড়ি ফিরবে কবে ? সেদিকেই তাকিয়ে গোটা পরিবার। জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ১২ জন দুবাই (Dubai) পৌঁছয়। তাঁদের মধ্যে ১ জন কাজ করলেও এখন কাজ হারিয়েছেন ১১ জন। এর মধ্যে রয়েছেন হরিহরপাড়ার অরুণ হালদার। পরিবারের দাবি ছেলের কাজ নেই।
উৎকণ্ঠায় রয়েছেন তাঁর মা মল্লিকা হালদার। ঘরের ছেলে ঘরে ফিরুক চাইছেন প্রতিবেশীরাও। বাড়ি ফিরতে না পেরে দুবাইয়ে উদ্বেগে দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের।












