নিজস্ব সংবাদদাতা, লালগোলাঃ ভিন রাজ্যে কাজে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। দেহ ফেরাতে গিয়ে নেজাহাল দশা পরিবারের। মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার সাগিয়া নতুন পাড়ার বাসিন্দা মনিরুল সেখ রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন চেন্নাই। জানা যায় গত ২৭শে ডিসেম্বর বিকেলে বৃহস্পতিবার চেন্নাইয়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় মনিরুল সেখের । সেই খবর বাড়িতে পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। শনিবার রাতে লালগোলার বাড়িতে পৌঁছায় মৃত শ্রমিকের দেহ। পরিবারের দাবি, দেহ ফেরাতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। বাড়তে মরদেহ পৌঁছাতে সময় লেগে গেল প্রায় চার দিন।
ফের ভিনরাজ্যে মৃত্যু লালগোলার পরিযায়ী শ্রমিকের, দেহ ফিরল ৪ দিন পর
Published By: Madhyabanga News |
Published On: