এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কেরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ডোমকলের পরিযায়ী শ্রমিকের

Published on: January 21, 2024

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। শুক্রবার কেরলের এরনাকুলাম জেলায় কাজ করতে গিয়ে প্রাণ গেল ডোমকলের ফকিরাবাদ পূর্ব পাড়ার বাসিন্দা সিনারুল ইসলামের (২৪)। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই যুবকের বাবার মৃত্যু হয়। পরিবারে মা, স্ত্রী সন্তান ও একভাই ও বোন রয়েছে তাঁর।

সংসার চালাতে প্রায় ৫ বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতো সিনারুল। চার মাস আগে কেরলে কাজে যায় সে। শুক্রবার সকালে পিচ রাস্তার কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয় সিনারুল ইসলাম। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন সকলে।

মৃতের মা মিনুয়ারা বেওয়া জানান, “কেরলে যেখানে আমার ছেলে কাজ করছিল। সেখানে আমার অন্য ভাইরাও রয়েছে। তাঁদের থেকেই প্রথম খোঁজ পায়। যেহেতু বাড়ির একমাত্র ছেলে সিনারুল। তাই বাইরে কাজ করতে গিয়ে ছিল। কিন্তু এমন কিছু ঘটে যাবে সেটা জানলে হাজার কষ্ট হলেও আমার ছেলেকে পাঠাতাম না।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে দেহ ফেরান হচ্ছে বাড়িতে। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে শোকের ছায়া পরিবার জুড়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now