নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ গ্রামে নেই কাজ, সংসার চালাতে পারি দিয়েছিলেন দিল্লীতে। সেখানেই জ্বরে মৃত্যু হল ডোমকলের পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে ডোমকল থানার ঘোড়ামারা পূর্বপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৮-এর মাফিকুল মণ্ডল প্রায় ৮ বছর ধরে দিল্লীতে রিক্সা চালকের কাজ করতেন। স্ত্রী ও সন্তানরাও সেখানেই থাকতেন। সংসার চালানোর জন্যে পাশাপাশি স্ত্রীও কাজ করতেন। মাঝে মধ্যে তাঁরা আসতেন ডোমকলের বাড়িতে। ১৩ দিন আগে ডোমকলের বাড়ি থেকে দিল্লিতে কাজে যান মাফিকুল। শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পরে তিনি। পরিবারের লোকজন তাঁকে দিল্লিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
মৃতের মা নেহেরুন বিবি জানান, ‘সন্ধ্যে বেলায় আমার বউমা ফোন করে। এবং জানায় আমার ছেলের অবস্থা ভালো নেই একটু কথা বল। আমরা প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ কী হল? সুস্থ ছেলেকে পাঠালাম হঠাৎ কীভাবে সম্ভব। আমরা সবাই খেটে খায়। জানিনা এবার সংসারটা কীভাবে চলবে।’
মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা ও মা। পরিবারের এক মাত্র রোজগেরের মৃত্যুতে শোকে পাথর পরিবার। কীভাবে চলবে সংসার তা নিয়ে চিন্তায় পরিবার। গ্রামবাসীদের সহযোগিতায় মৃতদেহ ফিরছে গ্রামের বাড়িতে। মৃতদেহ ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবার পরিজন। শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।