এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Worker বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদে ফিরল দেহ, SIR আতঙ্কেই শেষ! বলছে পরিবার

Published on: November 20, 2025
Migrant Worker 

Migrant Worker বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের  Murshidabad নওদার শ্যামনগরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের দাবি Special Intensive Revision ( SIR )এর আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে তাঁর। বুধবার গভীর রাতে নওদার বাড়িতে ফেরে মৃত পরিযায়ী শ্রমিক শেরফুল হক শেখের মৃতদেহ। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শেরফুল হক শেখ। এসআইআর  শুরু হওয়ার পর থেকেই চিন্তিত ছিলেন তিনি।

আরও পড়ুনMurshidabad SIR বেলডাঙাতে SIR আতঙ্কে রেল লাইনে ! TMC দুষছে BJP কে

Migrant Worker  পরিবারের দাবি ২০০২ সালের এসআইআর তালিকায়  2002 Voter List নাম ছিল শেরফুলের। কিন্তু তাতেও তাঁর আতঙ্ক কাটছিল না।  বেঙ্গালুরু থেকে খবর আসে বুধবার সকালে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন শেরফুল। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর নওদায় তাঁর গ্রামের বাড়ি পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কই প্রাণ কাড়ল শেরফুলের।

বেঙ্গালুরুতে প্রাণ গেল পরিযায়ী শ্রমিক শেরফুল হক সেখের

 

Migrant Worker    SIR আতঙ্কেই এই পরিণতি- বলছে পরিযায়ী শ্রমিকের পরিবার

Migrant Worker মৃতের এক আত্মীয় ইমানুল সেখ জানিয়েছেন,  সেন্টারিং এর কাজে চার মাস আগে বেঙ্গালুরুতে Bengaluru  গিয়েছিলেন। এক ছেলে দুই মেয়ে আছে।  সংসারের একমাত্র রোজগেরে ছিলেন। ফোন করে এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছিলেন বারবার।  বাবার নাম মতন সেখ কিন্তু তাঁর নামের মাঝে  ‘হক’ থাকায়  নাম বাদ যাওয়া নিয়ে চিন্তায় ছিলেন। সেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই প্রাণ হারালেন বলেই দাবি পরিবারের।

এলাকায় শোকের ছায়া

 

আরও পড়ুন- Murshidabad SIR Review Meeting মুর্শিদাবাদে SIR খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের বিশেষ টিম

 

Migrant Worker  পরিযায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন  বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সানারুল হক মণ্ডল। সম্প্রতি বেঙ্গালুরুতে কাজ করার সময় পরিযায়ী শ্রমিক নওদার বাসিন্দা ইসরাইল মোল্লার মৃত্যু হয়েছিল। তখনও তাঁর পরিবার এসআইআর আতঙ্কে মৃত্যু বলে দাবি করেছিল। এবার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এসআইআর আতঙ্কের দাবি। শোকের ছায়া নেমে এসেছে নওদায় পরিযায়ী শ্রমিকের গ্রামে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now