Migrant Worker মাত্র সাত মাস আগে কাজে গিয়েছিলেন। এরই মধ্যে ঘটে গেল এই ঘটনা! ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের এই পরিণতি! শোকে কাতর পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, মুম্বইয়ে কাজে গিয়ে প্রাণ গেছে রানিতলা থানার Ranitala Police Station আমডহরার বাসিন্দা রিন্টু সেখ। পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। শনিবার সকালে মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল।

Migrant Worker কী অভিযোগ পরিযায়ী শ্রমিকের পরিবারের?
Migrant Worker মৃত পরিযায়ী শ্রমিকের মা আলেয়া বেওয়া জানান, সাত মাস আগে মুম্বইয়ে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন তাঁর ছেলে। ফোন মারফৎ খবর পান, শনিবার সকালে স্থানীয় এক যুবক রিন্টু সেখকে লোহার রড দিয়ে মাথায় হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কেন এই হামলা? কারণ অজানা।
আরও পড়ুন– Humayun Kabir ওড়িশায় নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে হুমায়ুন কবীর
Migrant Worker পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন রিন্টু সেখ। অভিযুক্তের ফাঁসির দাবি তুলছেন মৃত পরিযায়ী শ্রমিকের আত্মীয়রা। ভিন রাজ্যে আবারও এক পরিযায়ীর মৃত্যুতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতদেহ ফেরার অপেক্ষায় গোটা গ্রাম।









