Migrant Worker ১৯ এই ভিনরাজ্যে প্রাণ গেল মুর্শিদাবাদের শ্রমিকের

Published By: Imagine Desk | Published On:

Migrant Worker আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পরে প্রাণ গেল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। প্রথম দিন কাজে গিয়েই ঘটল অঘটন। জানা গিয়েছে হরিহরপাড়া থানার Harihapara Police Station ললিতপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা বছর ১৯ এর সামসুল সেখ কয়েক দিন আগে ওড়িশার Odisha  ভুবনেশ্বরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন । শনিবার ছিল কাজের প্রথম দিন। বহুতলে কাজ করার সময় অসাবধনতা বসতো সেখান থেকে পোড়ে যান ।

Migrant Worker  সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বিকেলে ছেলের মৃত্যু সংবাদ পরিবারের কাছে আসতেই কান্নায় ভেঙে পরেন সকলে। বছর দেড়েক আগে মায়ের মৃত্যু হয়। পরিবারের বড় ছেলে ছিলেন  সামসুল । সংসার চালাতে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে তবে প্রথম দিনই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।