Migrant Worker সৌদিতে ঘরে পরিযায়ীর দেহ। ৬ দিন পর স্ত্রী পেলেন খবর

Published By: Imagine Desk | Published On:

Migrant Worker ডোমকলের বাগডাঙ্গা নতুনপাড়া এলাকায় পরিযায়ী শ্রমিকের বাড়িতে এল দুঃসংবাদ। মৃত্যুর ছ দিন পরে এল দুঃসংবাদ। গত ২৯ শে অক্টোবর সৌদি আরবে Saudi Arabia  যে ঘরে থাকতেন সেই ঘরেই  প্রাণ যায় ডোমকলের  মুনারুদ্দিন মণ্ডলের। মৃত শ্রমিকের স্ত্রী স্বামীর খবর জানতে পারেন বাংলাদেশের এক সহকর্মীর ফোন মারফৎ। পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের আল হাসা Al-Hasa  শহরে কাজ করতেন মুনারুদ্দিন। বাড়িতে রেখে যান স্ত্রী, তিন সন্তানকে। স্ত্রী জানান, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। নিথর দেহ গ্রামে ফিরিয়ে আনার কাতর আর্জি।

Migrant Worker আরও পড়ুনঃ হরিহরপাড়ায় শ্রমিকের দেহ ফেরাতে চাঁদা তুলছে গ্রাম

Migrant Worker  মৃতের স্ত্রী সাবিনা বিবি জানান, মঙ্গলবার শেষ কথা হয়েছিল স্বামীর সঙ্গে। কিন্তু তারপর আর যোগাযোগ করা যায় নি। বাংলাদেশের এক সহকর্মী ফোন করে মৃত্যুর খবর দেন।  গ্রামবাসীদের মনে একটাই প্রশ্ন- কবে এবং কীভাবে ফেরানো হবে দেহ। তারা চাইছেন, দ্রুত আরব থেকে ফিরিয়ে আনা হোক দেহ। প্রশাসনিক সাহায্যের দিকে তাকিয়ে পরিবার পরিজনেরা।