Migrant Worker ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজে গিয়ে প্রাণ গেল হরিহরপাড়ার বাসিন্দার। শুক্রবার সকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় হরিহরপাড়া থানার অন্তর্গত সুন্দলপুর এলাকার বাসিন্দা মোমিন শেখের। পরিবার সূত্রে জানা গেছে, মাস খানেক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিল মোমিন শেখ। তাঁর দুই ভাইও সেখানেই কাজ করে। এদিন সকালে লোহার রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ৮ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোমিন সেখকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। দুঃসংবাদ পেয়ে শোকে কাতর পরিবার।


Migrant Worker ছেলের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিযায়ী শ্রমিকের মা। তিন ছেলেই ভিন রাজ্যে কাজ করে। বড় ছেলের অকাল মৃত্যুতে শোকে পাথর হয়েছেন। শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং মৃতদেহ ফেরাতে গ্রামে চাঁদা তুলছেন স্থানীয়রা। বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হচ্ছে চাঁদা। ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক পরিযায়ীর মৃত্যুতে কাজের জায়গায় সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন।