এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Workers: ১৩ শ্রমিককে উত্তরপ্রদেশ থেকে ‘ছাড়াল’ মুর্শিদাবাদ পুলিস

Published on: December 18, 2025
Migrant Workers

Migrant Workers Migrant Workers Uttarpradesh ফের মুর্শিদাবাদের (Murshidabad) পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থার অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ (Uttarpradesh)। সেখানেও আগেও এধরনের ঘটনার অভিযোগ উঠেছে। তবে এবার মুর্শিদাবাদ জেলা পুলিসের সক্রিয়তায় আটক করে ছেড়ে দিতে হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে। ১৩ জন পরিযায়ী শ্রমিককে (Migrant Worker) বাংলাদেশি নাগরিক সন্দেহ করে আটক করা হয়। তার মধ্যে ১২ জন মুর্শিদাবাদের। আরেকজন নদীয়া জেলার। কয়েক মাস আগে কাজের খোঁজে তাঁরা বারাণসী গিয়েছিলেন। সেখানকার চোলাপুর থানায় তাঁদেরকে আটক করা হয়।

Migrant Workers

আরও পড়ুনঃ Migrant Worker দেখা হল না সন্তানের মুখ, বেঙ্গালুরুতে পরিযায়ীর জীবন শেষ

Migrant Workers বারাণসী পুলিস কমিশনারেটের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে চলে মুর্শিদাবাদ পুলিস

Migrant Workers পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের থেকে খবর পেয়ে তাঁরা এখানকার নাগরিক কি না পুলিস সেই বিষয়ে যাচাই শুরু করে। এরপর বারাণসী পুলিস কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়। ওই শ্রমিকদের না ছাড়া পর্যন্ত সেখানকার পুলিসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে চলে মুর্শিদাবাদ পুলিস।

Migrant Workers যাঁদেরকে আটক করা হয়েছিল

Migrant Workers Migrant Workers Uttarpradesh যাঁদেরকে আটক করা হয়েছিল তাঁরা হলেন, বেলডাঙার কাজিশাহের ইল্লালুদ্দিন সেখ, কাজিশাহের বাসিন্দা আলমগীর সেখ, আনন্দনগরের বাসিন্দা মন্টু পরামানিক, নওদার বাসিন্দা হাসানুজ্জামান মন্ডল, বেলডাঙার নবাববাড়ির বাসিন্দা আজবারুল সেখ, বেলডাঙার মহুলার বাসিন্দা আসরাফুল সেখ, বেলডাঙার কামালউদ্দিন সেখ, বিল্লাল হুসেইন, মসিদুল রহমান, রেজিনগর থানার দাদপুর গ্রামের ইমাম সেখ, বেলডাঙার নাওপুকুরিয়ার বাসিন্দা মুবারক সেখ, হাসিব সেখ। এছাড়া নদীয়ার কালীগঞ্জ থানা এলাকার নমাজ আলি।

Migrant Workers নথি থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ

Migrant Workers  পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বৃহস্পতিবার বলেন, ওঁরা ওখানে ফেরির কাজ করতেন। নির্মাণ শ্রমিকও ছিলেন তাঁদের মধ্যে। বুধবারই ওঁদেরকে আটক করা হয়। পরে ছেড়ে দেওয়া হয়। ওঁদের মধ্যে কয়েকজন বাড়ি ফিরে আসছেন। সব নথি থাকা সত্ত্বেও হেনস্থা করা হয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে মুর্শিদাবাদের বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে এবছর হেনস্তা করা হয়েছে। এই দেশের রাজনীতি সরগরম হলেও এই রোগ নিরাময় হচ্ছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। না কি ইস্যু জিইয়ে রাখা হচ্ছে?

Migrant Workers কোথায় রাজ্যে কাজের ব্যবস্থা? 

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে এলে কাজের সুযোগ করে দেওয়ার ঘোষণা হল। তাহলে কোথায় কি? ঝুঁকি নিয়ে পরিযান চলছেই।

Read more: আরও পড়ুনঃ কোথায় ফোন ? বলতেই হরিহরপাড়ার পরিযায়ীর বাড়িতে ভয়ঙ্কর খবর

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now