Migrant Worker অন্ধপ্রদেশে কাজে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের Murshidabad এক পরিযায়ী শ্রমিকের। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ওই মৃতদেহ। পরিবারের দাবি, খুন করে রেল লাইনের ধারে দেহ ফেলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রায় ৯ বছর ধরে অন্ধ্রপ্রদেশে Andhra Pradesh রাজমিস্ত্রির কাজ করতেন ফরাক্কার উত্তর ইমামনগর এলাকার বাসিন্দা কাদির সেখ।
Migrant Worker শনিবার সন্ধ্যায় ঐ পরিযায়ীর পরিবার জানতে পারে কাদির সেখের মৃত্যু হয়েছে। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। পরিবারের সদস্যদের দাবি, ঠিকাদারের কাছে কয়েক লক্ষ টাকা পাওয়া ছিল কাদির সেখের। সেই কারনেই তাকে খুন করা হয়েছে। সপ্তাহ তিনেক আগে কাজে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না পরিবার। কিভাবে কাদির সেখের মৃত্যু হল তা বুঝে উঠতে পাড়ছেন না পরিবারের সদস্যরা।