Migrant Worker পুণেতে সব শেষ ! বড়ঞায় পরিযায়ী শ্রমিকের বাড়িতে হাহাকার । পাঁচ মাসে আগে মহারাষ্ট্রের পুনেতে Pune কাজে গিয়েছিলেন বড়ঞা থানার বদুয়া গ্রামের পরিযায়ী শ্রমিক আজিজ শেখ । তবে আর বাড়ি ফেরা হল না মাত্র বছর বাইশের এই শ্রমিকের।
আরও পড়ুনঃ ফের ‘বাংলাদেশি’ বলে মুর্শিদাবাদের শ্রমিকদের হেনস্তা ওড়িশায়
Migrant Worker কী হল ওই যুবকের ?
পুণেতে উদ্ধার হল পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। সোমবার ছেলের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে ৫ মাস আগে পুনুতে কাজে গিয়েছিলেন আজিজ। সেখানে একটি পোল্ট্রির দোকানে কাজ করতেন তিনি ।
এদিন দুপুরের দোকানের ভেতর থেকেই উদ্ধার হয় আজিজের দেহ। সংসার সামলাতে ভিন রাজ্যে কাজে গিয়েছিল আজিজ সেখ। তবে সেখানে মর্মান্তিক পরিণতিতে সোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।আজিজ সেখের আত্মীয় হাসান সেখ জানান , সংসারের চাপ ছিল। অর্থনৈতিক চাপ ছিল। আজিজই সংসার চালাতেন। আজ দোকানেই এই ঘটনা ঘটায় আজিজ। টাকাপয়সা নিয়ে চিন্তায় ছিলেন।















