এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Worker বেঙ্গালুরুতে শেষ হরিহরপাড়ার শ্রমিকের জীবন

Published on: October 10, 2025
Migrant Workers

Migrant Worker বেঙ্গালুরুর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হরিহরপাড়ার খিদিরপুরের  পরিযায়ী শ্রমিক জাহেদ আলি। সোমবার রাতে বেঙ্গালুরুতে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক। চিকিৎসা চলছিল ভিক্টোরিয়া হাসপাতালে সেখানেই শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ Migrant Workers বহরমপুরের ৬ শ্রমিকের ব্যাঙ্গালোরে একি পরিণতি

সোমবার রাতে বেঙ্গালুরুর  বীর দি কারামানি এলাকায় শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহত হন  বহরমপুরের Berhampore  নগরাজলের বাসিন্দা  মিণারুল সেখ, জাইবুর সেখ, তাজিবুল সেখ, হাসান মল্লিক, নুর জামাল সেখ, সফিজুল সেখ এবং হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলি। শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর।

Migrant Worker বৃহস্পতিবার বেঙ্গালুরুর হাসপাতালে যান সেখানকার সিটু, সিপিএমের  নির্মাণ শ্রমিক ইউনিয়ান ও পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতারা। সিপিএমের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বেঙ্গালুরুর নির্মাণ শ্রমিক বোর্ডের চেয়ারম্যান এবন জয়েন্ট কমিশনারের সঙ্গেও দেখা করা হয়। শ্রমিক নেতারা আহত শ্রমিকদের ১০ লক্ষটাকা ক্ষতিপূরণ এবং প্রাণহানী হলে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now