Migrant Labours উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক হয়ে রয়েছেন মুর্শিদাবাদ Murshidabad জেলার ৩৬ জন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে শ্রমিকরা আটকে রয়েছেন উড়িষ্যার পারাদ্বীপ Paradeep থানা এলাকায় । শ্রমিকদের দাবি, থানার কাছাকাছি একটি ক্যাম্পে তাঁদের রাখা হয়েছে । এক ভিডিওতে শ্রমিকরা দাবি করেছেন, সোমবার আধার কার্ড নিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ। মঙ্গলবার থানায় ডেকে পাঠানো হয়। এরপর একটি ক্যাম্পে পাঠানো হয়। সেখানেই রয়েছেন মুর্শিদাবাদের ৩৬ জন শ্রমিক। এদের মধ্যে ৩ শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। নিরাপদে শ্রমিকদের বাড়ি ফেরানোর আর্জি নিয়ে হরিহরপাড়া থানার দারস্থ পরিবারের সদস্যরা।