Migrant Labours উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক হয়ে রয়েছেন মুর্শিদাবাদ Murshidabad জেলার ৩৬ জন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে শ্রমিকরা আটকে রয়েছেন উড়িষ্যার পারাদ্বীপ Paradeep থানা এলাকায় । শ্রমিকদের দাবি, থানার কাছাকাছি একটি ক্যাম্পে তাঁদের রাখা হয়েছে । এক ভিডিওতে শ্রমিকরা দাবি করেছেন, সোমবার আধার কার্ড নিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ। মঙ্গলবার থানায় ডেকে পাঠানো হয়। এরপর একটি ক্যাম্পে পাঠানো হয়। সেখানেই রয়েছেন মুর্শিদাবাদের ৩৬ জন শ্রমিক। এদের মধ্যে ৩ শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। নিরাপদে শ্রমিকদের বাড়ি ফেরানোর আর্জি নিয়ে হরিহরপাড়া থানার দারস্থ পরিবারের সদস্যরা।
---Advertisement---

আরও খবর
Migrant Worker একি পরিণতি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের!
January 10, 2026
Hariharpara News ভরা বাজারে দোকানে দোকানে অভিযান! কেন?
January 9, 2026
Beldanga News বন্ধুর সাথে বেরিয়ে নিখোঁজ যুবক! কী ঘটল?
January 9, 2026








