Migrant Labour সামনেই ঈদুল আযহা। কিন্তু ঈদে আর বাড়ি ফেরা হল না ডোমকলের Domkal বাসিন্দা মহাবুল মন্ডলের। পরিযায়ী শ্রমিক হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোরে কাজ করতেন তিনি। ইন্দোরে Indore কাজ থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে ডোমকলের ওই পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদের ডোমকলের শিবনগর এলাকার বাসিন্দা মহাবুল মন্ডল ইন্দোরে শ্রমিকের কাজ করতেন। ঈদের উদ্দেশ্যে ফিরছিলেন বাড়ি। তার আগে ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। শনিবার কাজ সেরে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি । সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার।
এই খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা । ইতিমধ্যেই দেহ বাড়ির উদেশ্যে রওনা দিয়েছে। স্থানীয়রা চাইছেন হতহরিদ্র পরিবারের পাশে সরকারি সাহায্য। মৃতের বাবাও ভিন রাজ্যে কাজ করতেন। কাজের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাবার । এবার ছেলের মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, কাজের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।