এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mid Day Meal Workers Union কী দাবীতে বহরমপুরের পথে প্রতিবাদ মিছিল মিড ডে মিল কর্মীদের?

Published on: January 10, 2025
Mid Day Meal Workers Union

Mid Day Meal Workers Union শুক্রবার বহরমপুরে পথে প্রতিবাদ মিড ডে মিল কর্মীদের। কী দাবীতে এদিন পথে নামলেন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিড ডে মিলের কর্মীরা? সি আই টি ইউ-র পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির দাবী একাধিক  ইস্যুকে সামনে রেখেই এদিনের এই কর্মসূচী।  শুরুতেই এদিন সি আই টি ইউ পার্টি অফিস চত্বর থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে টেক্সটাইল মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল এসে পৌঁছয় জেলা প্রশাসনিক ভবনের সামনে। সেখানে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। অনুমতি ক্রমেই এদিন সংগঠনের এক দল নেত্রী ডেপুটেশন দিত যান জেলা শাসকের দপ্তরে।  জেলা শাসকের অফিসের বাইরে ভিড় থাকে মিড ডে মিলের কর্মীদের। সংগঠনের ঝাণ্ডা হাতে নিজেদের দাবী নিয়ে সোচ্চার হন কর্মীরা।

Mid Day Meal Workers Union কী কী দাবীতে এই ডেপুটেশন?

Mid Day Meal Workers Union সংগঠনের তরফে মোট ১৩ দফা দাবী রাখা হয়। যার মধ্যে অন্যতম ১২ মাসের বেতন, মাসিক ন্যুন্যতম ২৬০০০ টাকা মজুরী, পরিচিতি পত্র, উৎসব ভাতা এবং মাসের প্রথম সপ্তাহে বেতনের দাবী । সংগঠনের তরফে বলা হয়- মজুরী নয় বেতন চান মিড ডে মিলের কর্মীরা!

Mid Day Meal Workers Union  কর্মসূচী প্রসঙ্গে কী জানালেন সংগঠনের নেত্রী?

Mid Day Meal Workers Union পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদিকা কৃষ্ণা রায় চ্যাটার্জী বলেন, ” মিড ডে মিলের কর্মীদের উপরে অবিচার করা হচ্ছে। এই কেন্দ্রীয় সরকারী প্রকল্পে সহানুভূতিহীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকারের কোন হেলদোল নেই। মিড ডে মিলের কর্মীদের কর্মী বলেই মনে করা হয়না। ইউনিফর্ম থেকে উৎসবকালীন বোনাস, প্রতি মাসের টাকা প্রতি মাসে এবং পরিচয় পত্র দিতে হবে, ই এস আই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে, সামাজিক স্বীকৃতি দিতে হবে। এই দাবীতেই মিছিল হল, ডেপুটেশন দেওয়া হল মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে।”

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now