নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ ছ’দিন ধরে স্কুলে রান্না হয়নি মিড ডে মিল, সেই দিকে হুঁশ নেই কারও। আবার শিক্ষক শিক্ষিকারাও অনিয়মিত, এমনই অভিযোগ তুলছেন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। স্থানীয়রা জানাচ্ছেন রোজ দেরি করে আসেন প্রধান শিক্ষিকা। রাস্তায় ঘুরে বেড়ায় পড়ুয়ারা। এমনই বিশৃঙ্খলার ছবি দেখা গেল হরিহরপাড়ার পাথরঘাটা শিশু শিক্ষা কেন্দ্রে।
স্কুলে নেই চাল। তাই রান্না হয়নি মিড ডে মিল। জানাচ্ছেন ওই শিক্ষা কেন্দ্রে রান্নার কর্মীরা। স্কুলে ১১৯ জন পড়ুয়া রয়েছে। তারা অভিযোগ করছে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসেন না। স্কুলের প্রধান শিক্ষিকা ফিরোজা বেওয়া জানান, “স্কুলে চাল নেই, তাই ছ’দিন ধরে রান্না হয়নি মিড ডে মিল।”
রাজ্যের প্রতিটা স্কুলে মিড ডে মিল চালু আছে তাহলে এই স্কুলে কেনো বন্ধ মিড ডে মিল? গাফিলতি কাদের? এই বিষয়ে হরিহরপাড়ার জয়েন্ট বিডিও আমস তামাং বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে।কবে আবার মিড ডে মিল রান্না হবে স্কুলে সেদিকে তাকিয়ে পড়ুয়ারা।