MGNREGA বদলাতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল পাশ হয়ে গেল

MGNREGA Protest যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পরে একের পর এক প্রকল্পে নাম পরিবর্তন করে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এবার কোপ একশো দিনের কাজে। ইউপিএ সরকার থাকালীন বাম সহ বিভিন্ন শ্রমিক স্বার্থবাহী রাজনৈতিক দলের দরবারে একশো দিনের কাজ চালু করে মনমোহন সিংয়ের সরকার। যার ফলে গ্রামীণ মজুরদের কর্ম নিশ্চয়তা হয়। সেই একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বঞ্চনার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার এমজিএনআরইজিএ (MGNREGA) প্রকল্পের নাম বদলে করা হয়েছে ‘জি রাম জি’ G Ram G। মহাত্মা গান্ধীর নাম অনুসারে করা প্রকল্পে রামের আগমন। আবার বাতিল করে দেওয়া হল গান্ধীকে। এর প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের দলীয় সাংসদদের প্রতিবাদ কর্মসূচি হল। সেখানে অংশ নিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান, জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্য সাংসদরা।
আরও পড়ুনঃ Sir Murshidabad: এস আই আর নোটিসে দেরি , ‘নোটিস’ ওয়াকিবহাল মহলের
MGNREGA Protest আবু তাহের খান এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, MGNREGA এমজিএনআরইজিএ তথা ১০০ দিনের প্রকল্প থেকে মহাত্মা শব্দটি বাদ দেওয়া এবং গান্ধীজীর নামকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করছে বিজেপি সরকার তার প্রতিবাদে সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের দলীয় সাংসদদের প্রতিবাদ কর্মসূচি।
MGNREGA Protest ধ্বনিভোটে পাশ হল এই বিল
উল্লেখ্য, বৃহস্পতিবার সংখ্যার জোরে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), সংক্ষেপে ভিবি-জি রাম জি বিল এর অনুমোদন হল লোকসভায়। এটা MGNREGA বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্ল্যমেন্ট গ্যারান্টি act কে বদলে দেবে। বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও ধ্বনিভোটে পাশ হল এই বিল। বিরোধী সাংসদরা অনেকে ওয়েলে নেমে প্রতিবাদ করেন।













