MESSI Yuba bharati যুবভারতীর ঘটনার তদন্তে সিট গঠন
MESSI Yuba bharati মেসি (Lionel Messi) বিপর্যয় কাণ্ডে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Bishwas)। তা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে মঙ্গলবার এই খবর জানা গিয়েছে।
এদিকে মেসি কাণ্ডে শোকজ ডিজি রাজীব কুমারকে। তদন্তে গঠন করা হল সিট।
MESSI Yuba bharati কারণ দর্শানোর নোটিস
তৃণমূল সরকারের আমলে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আইপিএস অফিসার রাজীব কুমার এই সরকারে প্রথম শোকজ নোটিস পেলেন। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁকে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুনঃ Lionel Messi: সচিনের সঙ্গে কথা হবে মেসির? মেসি দর্শনে টিকিটের আকাল বহরমপুরেও
MESSI Yuba bharati দায়িত্বে চার আইপিএস
MESSI Yuba bharati ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শো কজ করা হয়েছে। চাকরি গেল প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক, যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনের। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চার জন আইপিএস অফিসারকে। তাঁরা হলেন, পীযূষ পান্ডে, জাভেদ শামিম, সুপ্রতীম সরকার, শ্রী মুরলীধর।
MESSI Yuba bharati সিট গঠন
MESSI Yuba bharati মুখ্যসচিবের দফতর থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার ১৫ ডিসেম্বর ওই ১৩ ডিসেম্বর ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেয়ে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে-২৪ ঘণ্টার মধ্যে রাজীব কুমার, মুকেশ কুমারের কাছে জবাব তলব করা হয়েছে। সিট গঠন করা হয়েছে।

MESSI Yuba bharati মেসির যুবভারতীতে প্রবেশের পর শাসকদলের নেতা, মন্ত্রী ঘিরে ধরেছিলেন
MESSI Yuba bharati আর্জেন্তিনার কিংবদন্তী ফুটবলার লিয়োনেল মেসির যুবভারতীতে প্রবেশের পর যেভাবে শাসকদলের নেতা, মন্ত্রী তাঁকে ঘিরে ধরেছিলেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। হাজার হাজার টাকা খরচ করেও স্টেডিয়ামে এক ঝলক মেসিকে দেখতে পাননি ভক্তরা। ক্ষুব্ধ হয়ে অনেকে স্টেডিয়ামে ভাঙচুর করেন। মেসি অনুষ্ঠান সম্পন্ন না করে উড়ে যান হায়দরাবাদ। সেখানে শাহরুখ, সৌরভদের নিয়ে অনুষ্ঠান দেখতে উৎসাহীরা ভিড় করেন। ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরই চূড়ান্ত অব্যবস্থার জেরে বিশৃঙ্খলা চরমে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। আন্তর্জাতিক খবরের শিরোনামে উঠে আসে ওই ঘটনা। যা বাংলার লজ্জা বলে বর্ণনা করেন অনেকে।
MESSI Yuba bharati প্রশ্ন উঠছিল ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না?
MESSI Yuba bharati ঘটনার দিন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। প্রশ্ন উঠছিল ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না?
বিধানসভা ভোটের আগে এই ঘটনায় রাজনীতি সরগরম হয়ে উঠেছে।















