জলঙ্গিতে অসহায় মহিলার বাড়ি গেলেন মীনাক্ষী, ধ্রুবরা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ নভেম্বর মাসে শুরু হয়েছে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে শুরু হয়েছে বামেদের ইনসাফ যাত্রা। ১৫তম দিনে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা জলঙ্গিতে এসে পৌঁছায় ইনসাফ যাত্রা। পদযাত্রায় হাঁটতে হাঁটতেই সীমান্তের মানুষের জীবন যন্ত্রণার খোঁজ নিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী ও ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। স্থানীয় এক অসহায় মহিলার বাড়িতে গেলেন মীনাক্ষী, ধ্রুবরা। সেখানে গিয়ে তাঁর বাড়ির হাল হকিকত খতিয়ে দেখেন।

নদীপাড়ের ওই নিঃস্ব মহিলার দুই সন্তান বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে একা থাকেন ওই মহিলা। মীনাক্ষী, ধ্রুবদের হাতের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। জানান নিজের সমস্যার কথা। ভোট আসে ভোট যায় কিন্তু জেলার অসহায়তার ছবিটা দূর হয় না। এদিন ওই অসহায় মহিলার বাড়ির দালানে গিয়ে তাঁর সাথে কথা বলেন বাম যুব নেতৃত্বরা। এরপরে জলঙ্গি থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় বামেদের ইনসাফ যাত্রা।