এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পঞ্চায়েত ভোটে হরিহরপাড়ায় নিহত বামকর্মীর বাড়িতে মীনাক্ষী ধ্রুবরা

Published on: November 15, 2023

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ জেলা জুড়ে শুরু হয়েছে বামেদের ইনসাফ যাত্রা। এবারে ইনসাফের দাবিতে হরিহরপাড়ায় নিহত বাম কর্মীর বাড়িতে যান ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী সহ বাম নেতৃত্ব।

পঞ্চায়েত ভোটে খুন হয়েছিলেন হরিহরপাড়ার সিপিআই(এম) কর্মী রেন্টু সেখ। বুধবার সকালে হরিহরপাড়ার নিয়ামতপুরে তাঁদের সঙ্গে হাজির ছিলেন হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক ইনসার আলি বিশ্বাসও। এদিন পুলিশের সাথে কথাও বলেন মীনাক্ষী। তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি চাপে রয়েছে পুলিশও। পুলিশকে সঙ্গে নিয়েই ইনসাফের স্লোগান তোলেন বাম যুব নেতৃত্ব।

নিহত সিপিআই(এম) কর্মীর স্ত্রী জান্নতন বিবির দাবি, চার মাস হয়ে গেলেও এখনও বিচার হয়নি। বাইশজন অপরাধীর মধ্যে মাত্র দু’জনকে ধরেছে পুলিশ। বাকি অপরাধীরা কেস তুল নিতে চাপ দিচ্ছে। রেন্টুর ইনসাফের দাবীতে আগামী ১৮ই নভেম্বর হরিহরপাড়ায় পদযাত্রা ও জনসভা হবে বলে জানান ডিওয়াইএফআই নেতৃত্ব।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now