মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ চলছে ইনসাফ যাত্রা। শনিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে শুরু হয় ১৬তম দিনের ইনসাফ যাত্রা। এদিন হরিহরপাড়ায় ইনসাফ যাত্রায় ডিওয়াইএফআই নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। এছাড়াও ইনসাফে সংহতি জানাতে উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ। পদযাত্রা শেষে হয় জনসভা। সেই জনসভা থেকে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখ্যার্জী। সেই সভায় পঞ্চায়েত ভোটে নিহত কর্মী রেন্টু শেখের পরিবারের সদস্যদের পাশে নিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যার্জী।
হরিহরপাড়ার জনসভা শেষ করে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন বাম কর্মী সমর্থকেরা। শনিবার সন্ধ্যায় বহরমপুরে প্রবেশ করে নিমতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। তারপরে কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাজপথ দিয়ে হেঁটে এসে কল্পনার মোড়ে হয় ইনসাফের জনসভা। সেই জনসভাতে শতরূপ, দেবদূতের পাশাপাশি উপস্থিত ছিলেন শহরের নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। এই সভা থেকে মীনাক্ষী বলেন, এখন রাজনীতির বিরাজনীতিকরণ ঘটেছে। যাঁরা নিজের মেরুদন্ড সোজা রেখে কাজ করতে পারেন তাঁরাই ইনসাফ যাত্রার পাশে এসে দাঁড়িয়েছে। আগামীকাল রবিবার সাগরদিঘিতে হবে ইনসাফ যাত্রা।