কোন্দল থামাতে মেন্টর পদে ভরসা সেই পুরনো মুখ?
নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদ জেলা পরিষদের Murshidabad Zilla Parishod মেন্টর হলেন প্রবীণ রাজনীতিবিদ মহম্মদ সোহরাব Md Sohrab। কো মেন্টর হয়েছেন প্রাক্তন বিধায়ক, তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়। জেলা পরিষদের বর্তমান বোর্ডে এই দুই পদে কেও ছিল না। বিধানসভা ভোট এগিয়ে আসছে। আচমকাই এই ঘটনা। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের অফিসে দায়িত্ব নেন মেন্টর, কো মেন্টর। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। অনেকেই মন্তব্য করেছেন, শাসক দলের এতই আকাল যে ৯৩ বছরের মানুষকেও নামাতে হল। আর কেও ছিল না? না কি কোন্দল থামাতে মেন্টর পদে ভরসা সেই পুরনো মুখ? জানা গিয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে জেলাশাসকের কাছে আসা নির্দেশের পরেই সোমবার, ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তাঁরা।
Murshidabad News মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শামসুর রহমান, সহকারী সভাধিপতি আতিবুর রহমান সহ কর্মাধ্যক্ষ,সদস্য, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় হয়। প্রবীণ সোহরাবকে দ্বিতীয়বার মেন্টর পদে বসানোয় অবাক হয়েছেন অনেকেই। ৯০ বছরের বেনিফিট দিয়ে কি দল তাঁকে সম্মান জানাতে চাইছে! পরামর্শদাতার দায়িত্ব পেয়ে কী প্রতিক্রিয়া মহম্মদ সোহরাবের? মহম্মদ সোহরাব বলেন, তাঁদের তরফ থেকে যতটুকু চাওয়া হবে ততটুকু উপদেশ দেব। আমরা সবাই মিলে জেলা পরিষদের উন্নতির জন্যে কাজ করবো।
Murshidabad News উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী হওয়ায় জেলা পরিষদের কো-মেন্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শাওনী সিংহ রায়। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল জেলা পরিষদ জিতলেও এই দুটি পদে কাদের বসানো হবে তাই নিয়ে ধন্দে ছিল তৃণমূল। সেই ধন্দে আটকে গিয়েছিল প্রশাসনও। অবশেষে আলোচনা সাপেক্ষে নেতাদের স্বপদে ফেরানো হল বলে দাবি জেলা তৃণমূলের। শাওনি বলেন, ২০২১ সালে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলাম। সেসময় আমাকে কো মেন্টর পদ থেকে ইস্তফা দিতে হয়। মুখমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পুনরায় দায়িত্ব নিলাম। জেলা পরিষদ যেন এগিয়ে যায়।