নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ অবশেষে পদত্যাগ করলেন এমসিইটি কলেজের অধ্যক্ষ নির্মাল্য চন্দ্র। অক্টোবরের শুরুতেই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসি খারিজ করে দেয় অধ্যক্ষ পদে নির্মাল্যের নিয়োগ। অধ্যক্ষের চেয়ারে বসলেও তিনি নাকি ওই চেয়ারের যোগ্যই ছিলেন না বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সদস্যরা। তাঁদের দাবি, অধ্য়ক্ষ পদের নিয়োগে মানা হয় নি নিয়ম। তারপরেও দীর্ঘদিন পদ আঁকড়ে বসেছিলেন তিনি। মাঝে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীরা। এদিন অবশেষে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।
৩মে এমসিইটি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপত্র পান বহরমপুরের খাগড়ার বাসিন্দা ড. নির্মাল্য চন্দ্র।এমসিইটি অ্যান্ড এইচআরডি’র চেয়রম্যান হিসেবে নিয়োগপত্র সই ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাসের। তবে নিয়োগ ঘিরে উঠেছিল অভিযোগ।
৪ অক্টোবর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসির সাথে অনলাইনে মিটিং’এ কলেজের প্রতিনিধিত্বও করেন তিনি। সেই মিটিং থেকেই তার অধ্যক্ষপদে নিয়োগ বাতিল করেছিল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসি। এতদিন পরে পদত্যাগ করলেন তিনি।