এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নতুন বছরে বন্ধ বিয়ের রেজিস্ট্রি !

Published on: January 3, 2024

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ পশ্চিমবঙ্গে বন্ধ বিয়ে ! না না ভয় পাওয়ার কিছুই নেই। আপাতত রেজিস্ট্রি ম্যারেজ বা আইনি বিয়ে করার নতুন আবেদন বন্ধ আছে। ‘ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রি জেনারেল’-এর অফিস থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ জানুয়ারি শুক্রবার পর্যন্ত কোনও বিয়ের রেজিস্ট্রি হবে না।এই বিষয়ে উকিল অনুরাধা রায় জানান, “২০২৩ সালের পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রি ম্যারেজের ক্ষেত্রে বায়োমেট্রিকের ব্যবস্থা শুরু করেছে। কিন্তু সেই পোর্টালে নানান টেকনিক্যাল অসুবিধা থাকায় একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সেই সমস্যা সমাধানের জন্যই গত ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হয়েছে।” এছাড়া তিনি আরও জানান, “যেহেতু অনলাইন পোর্টাল বন্ধ তাই কোনরকমের নতুন আবেদন নেওয়া হচ্ছে না এই ক’দিন।”নবান্ন সূত্রেও জানানো হয়েছে, পোর্টালের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য আপাতত ওয়েবসাইটটি বন্ধ আছে। এখানেই ঘটেছে বিপত্তি। আবেদন করেও হাপিত্যেশ অপেক্ষায় শতাধিক আবেদন। পোর্টালের সমস্যা মিটলে তবেই মিলবে অনুমতি, জানান অনুরাধা। তিনি বলেন,“এখন সরাসরি বিষয়টা জানতে পারছেন সাধারণ মানুষ। সরাসরি তাঁদের ফোনে ম্যাসেজ চলে যাচ্ছে, মেলের মাধ্যমেও সরাসরি বিষয়টা তাঁরা জানতে পারছেন। এবং দালালদের চক্করেও পড়তে হবে না কাওকে।” তবে পৌষমাসে বিয়ে কম হয়। তবে ৫ তারিখ বললেও ৮ই জানুয়ারির আগে বিয়ের আবেদন নেওয়া হচ্ছে না। ততদিন অপেক্ষা করতে হবে নতুন যুগলদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now