Manmohini Health Care এবার মনমোহিনীতে অত্যাধুনিক ক্যাথ ল্যাব, নিউরো সার্জারি , রোবটিক হাঁটু প্রতিস্থাপনের মতো পরিষেবা মিলবে। আর কলকাতা ছুটে যাওয়ার দরকার পরবে না। ২০২৫ এর শেষেই আরও বড়, আরও আধুনিক রূপে হাজির মনমোহিনী হেলথ কেয়ার । বহরমপুরেই মিলবে ২৪ ঘণ্টা কার্ডিওলজি পরিষেবা। এছাড়াও অ্যাডভ্যান্সড সিসিইউ, নিউরো সার্জারি, ট্রমা কেয়ার সহ আধুনিক ক্যাথল্যাবের পরিষেবা চালু হল মনমোহিনী হেলথ কেয়ারে । রবিবার সূচনা হল নয়া মনমোহিনী হেলথ কেয়ারের নতুন একগুচ্ছ পরিষেবার । বহরমপুর স্টেশনের পাশে শিল্পতালুকের ভিতরে মনমোহিনীর হাসপাতালের পাশেই এই নতুন সংযোজন।
আরও পড়ুনঃ লকডাউনে কাজ নেই রাজমিস্ত্রিদের – পাশে মনমোহিনী
Manmohini Health Care আরও আধুনিক চিকিৎসা
রবিবার মনমোহিনী হেলথ কেয়ারের মেডিক্যাল ডাইরেক্টর, ডাঃ বিজয় কুমার গুলগুলিয়া Dr Bijay Kumar Gulgulia জানান, ১০ বছর পূর্তিতে কলকাতার কর্পোরেট হাসপাতালের মতো পরিষেবা দিতে তৈরি এই হাসপাতাল। এখানে ২৪ ঘণ্টা থাকবে কার্ডিওলজি পরিষেবা মিলবে ।থাকছে অ্যাডভ্যান্স সিসিইউ, নিউরো সার্জারি, ট্রমা কেয়ার। নিউরো সার্জারিতে মিলবে ব্রেন, স্পাইন সার্জারির সুবিধা । মা ও শিশুর জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকছে । ২৪ ঘণ্টা অভিজ্ঞ চিকিৎসকরা থাকবেন । স্বাস্থ্য সাথী কার্ডেও মিলবে স্বাস্থ্য সাথীর পরিষেবা। এখন ২২০ বেড থাকছে, আগামী দিনে তা বাড়বে ।

Manmohini Health Care এদিন ডাঃ রোহিত গুলগুলিয়া জানান, রবোটিক প্রতিস্থাপনের সুবিধা মিলবে এখানে। এটা খুব বড় একটা পাওনা। মাদার অ্যাড চাইল্ড কেয়ারের সঙ্গে একই ফ্লোরে এনআইসিইউ, ইআইসিইউ থাকছে। এখানে নবজাতক ও মায়েদের স্বাস্থ্যে বিশেষ নজর রাখা হবে। এই প্রথম মুর্শিদাবাদ জেলায় রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের সুবিধা মিলবে ।

মহমোহিনী হেলথ কেয়ারের ম্যানেজার মনতোষ পাল জানান, আগে মনমোহিনীতে টোটাল ফেসিলিটি থাকলেও মডিফিকেশন করা হয়েছে এখানে। অত্যাধুনিক কেবিন ও সুইট কেবিন করা হয়েছে। থাকছে আধুনিক ক্যাথল্যাবের সুবিধাও। মহমোহিনী প্রতিষ্ঠানের আরেক কর্ণধার প্রবীণ গুলগুলিয়া বলেন, ” আমরা চাই সেরা প্রচেষ্টা দিয়ে সেরা চিকিৎসা পরিষেবা দিতে। হার্ট বা কার্ডিয়াক চিকিৎসায় আরও উন্নত করতে বিশেষ নজর দেওয়া হয়েছে” ।















