Mango Festival 2025 নবাবী জেলা মুর্শিদাবাদে আন্তর্জাতিক আম উৎসব Mango Festival , দুদিনের প্রদর্শনী। আমের মরশুম তাই এই উৎসব শুধুই আমের। নবাবী মুর্শিদাবাদের আমের খ্যাতি, জনপ্রতিয়তা জগতজোড়া। বাহারি আমের সমাহার, আমের মেলা বসে মুর্শিদাবাদের ভগবনাগোলায়। ভগবানগোলা ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এবছর প্রথম আম উৎসবের আয়োজন। আমের বাহার দেখে আনন্দে আত্মহারা হলেন আম প্রেমীরা। স্টলে স্টলে মাটির পাত্রে সাজানো ফলের রাজা আম। হিমসাগর, রানীপসান্দ, চন্দনকোষা, ল্যাংড়া, ভবানী, আম্রপালি- ঘরের আমের ভিড়ে উঁকি দেয় বিদেশি আমও।
Mango Festival 2025 উৎসবে ৬০ টিরও বেশি আমের প্রজাতি এবং দর্শনার্থীদের দেখার এবং স্বাদ গ্রহণের জন্য তুলে ধরা হয়। এই উৎসব কৃষি-শিল্প এবং খাদ্য শিল্পের জন্যও একটি সুযোগ । আমের উৎসব দেখতে ভিড় জমে। মুর্শিদাবাদে অতিথি হয়ে আসে থাইল্যান্ড, চিন, জাপান, অস্ট্রেলিয়ার রকমারি প্রজাতির আম। বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি The Miyazaki mango , থাইল্যান্ডের ” আমের রাজা” হিসেবে পরিচিত- কিং অফ চাকাপাত আমও প্রদর্শনীর শোভা বাড়ায়। আমের প্রদর্শনী বা উৎসবের সীমাবদ্ধ না থেকে আম নিয়ে নতুন কী কী করলে জেলার অর্থনৈতিক উন্নতি হবে, কর্ম সংস্থান হবে- তা নিয়েও আলোচনা হয়। পরামর্শও আসে।
Mango Festival 2025 আমের আঁচার, জ্যাম, জেলির প্রদর্শনী হয়। উৎসবে সামিল হন স্বনির্ভর দলের সদস্যরাও। আম দিয়েই কর্মসংস্থানের নতুন সুযোগ চান তারা।আম নিয়ে উৎসব দেখল ভগবানগোলা। সাড়া পেয়ে উচ্ছ্বসিত ব্লক প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও। ভগাবনগোলা ১ নম্বর ব্লকের বিডিও মহম্মদ নাজির হোসেন জানান, ‘চাষিদের সাথে কথা বলে জানা গেছে ভগবানগোলাতেই আছে প্রায় ২০০ প্রজাতির আম। তার মানে সাংঘাতিক একটা সম্পদ আছে। ৯০ থেকে ১০০ প্রজাতির আম এসেছে। সমস্তটাকে নামকরণ আকারে সাজানো যায়নি। প্রায় ৬০ রকমের প্রজাতির আম প্রদর্শিত হয়েছে। আগামী দিনে আরও বড় আকারে ভগবানগোলার আম বিশ্ব দরবারে পৌঁছে দেওয়াই লক্ষ্য।’