এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara News: চা চাওয়ায় এ কী করলেন দোকানদার…

Published on: October 10, 2025
Horihorpara News

নিজস্ব প্রতিবেদনঃ চেয়েছিলেন চা। ঝরল রক্ত। চায়ের দোকানে চা খাওয়ার সময় দোকানদারের হাতেই খুন হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম আব্দুল খালেক মন্ডল ওরফে লালটু। বয়স ৫৪ বছর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার (Hariharpara) পদ্মনাভপুর গ্রামে।

আরও পড়ুনঃ Berhampore Labour বেঙ্গালুরুর ওই শ্রমিকদের জন্য ১০ লক্ষ দাবি সিটুর

Hariharpara News পুলিস  ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই এক চায়ের দোকানে বসেছিলেন লালটু। হঠাৎ চায়ের দোকানদার বাড়ি থেকে ধারালো হাসুয়া এনে এলোপাথাড়ি কোপাতে থাকে। অবৈধ সম্পর্ক না অন্য কোনও কারণ, কেন এই ভাবে খুন করল পুরোটাই ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now