Mamata Berhampore মালদার পরে মুর্শিদাবাদেও পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে (Berhampore Stadium) তিনি বলেন, আমরা কর্মশ্রী প্রকল্পে ৬০ দিন করে কাজ দিয়েছি, ৭৫ দিন করে দেব। পরিযায়ী শ্রমিক ৩০ লক্ষ ফিরেছেন। প্রত্যেককে ৫ হাজার করে দেওয়া হচ্ছে। শ্রমশ্রীর মাধ্যমে কর্মশ্রীতে কাজ। ১০ হাজারকে স্কিলের প্রশিক্ষণ দিয়ে কাজে। জুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। পরিবারকে সব কিছু দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ CM Berhampore ভাঙন রোধের পরিকল্পনা কেন্দ্রে পাঠানো হয়েছেঃ মমতা
Mamata Berhampore তিনি আরও বলেন, আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন বিভিন্ন জায়গায়, তাঁদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন,
বাংলা বিদ্বেষী বিজেপি। বাংলাকে পছন্দ করে না। তাই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে অপমান করেন।
উল্লেখ্য, ভিন রাজ্যে একের পর এক জায়গা থেকে পরিযায়ী শ্রমিক হেনস্থার খবর সামনে আসছে। মহারাষ্ট্র থেকে ওড়িশা। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত। বাংলা ভাষায় কথা বলার জন্যে তাঁদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। বেকারত্বের কারণে এই জেলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে ও বিদেশে রয়েছেন।













