এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mamata Berhampore : মুখ্যমন্ত্রী এলেন, লালবাগে আইটিআই, পলিটেকনিক হল না

Published on: December 7, 2025
Mamata Berhampore

Mamata Berhampore মুর্শিদাবাদ জেলার অন্যতম পরিযায়ী শ্রমিক অধ্যুষিত মহকুমা লালবাগ (Lalbagh)। সেখানে সরকারি খরচে বা কম খরচে প্রশিক্ষণ নেওয়ার জন্যে কোনও সরকারি কারিগিরি শিক্ষা প্রতিষ্ঠান নেই। মুখ্যমন্ত্রী জেলায় এলে প্রত্যাশা তৈরি হয়। গত ৪ ডিসেম্বর বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা থেকে এবারও ঘোষণা হল না তা নিয়ে। যা নিয়ে হতাশা লালগোলাবাসীদের অনেকে। তাঁরা জানিয়েছেন, লালবাগ মহকুমায় সরকারি আইটিআই ITI ও পলিটেকনিক কলেজ Politechnic কলেজ নেই। ভগবানগোলা বিধানসভায় কোনও ডিগ্রি কলেজ নেই।

আরও পড়ুনঃ Jakir Hossain মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণার দাবি জাকিরের

Mamata Berhampore মুর্শিদাবাদ জেলা আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলা। বেকারত্বের হার বাড়ছে। এখানে যুবকদের সেভাবে কোনও স্কিল প্রশিক্ষণ নেই। পেটের দায়ে ঝুঁকি নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিন দেশে ঝুঁকির পরিযান করছেন লক্ষ লক্ষ শ্রমিক। সেখান থেকে করুণ অবস্থায় তাঁদের ফিরতে হচ্ছে অনেক সময়।  এখন বাংলা বলার জন্যে ভিন রাজ্যে গিয়েও হেনস্তা হতে হচ্ছে মুর্শিদাবাদের শ্রমিকদের।

Mamata Berhampore

Mamata Berhampore লালবাগবাসীর বক্তব্য, ভগবানগোলা বিধানসভায় এখনও পর্যন্ত ডিগ্রি কলেজ, পলিটেকনিক বা ITI কোনওটিই নেই। অথচ এই মহকুমা সহ বিধানসভায় বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন। বহরমপুরের মুখ্যমন্ত্রী যখন পরিযায়ী শ্রমিকদের স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিংয়ের উপর জোর দেওয়ার কথা বলছেন , তখন লালবাগ মহকুমার মতো পরিযায়ী-অধ্যুষিত এলাকায় একটিও পলিটেকনিক কলেজ বা ITI না থাকার ছবি সামনে ভেসে উঠছিল।

Mamata Berhampore  স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, কোনও ধরনের স্থায়ী ট্রেনিং সেন্টার নেই এখানে। এক সময়ের রাজধানী লালবাগ মহকুমা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের অন্যতম বৃহৎ পরিযায়ী জনবসতির কেন্দ্র। এখানে একটি সরকারি ট্রেনিং সেন্টার, ITI বা পলিটেকনিক হলে পরিযায়ী শ্রমিক সহ শিক্ষার্থীদের দক্ষতা বাড়ত। শ্রমিকরা আধুনিক স্কিল ট্রেনিং পেতেন। আয় বাড়ত, কর্ম জীবনের সুরক্ষা , দক্ষ কর্মসংস্থানের নিশ্চয়তা পেতেন।

Mamata Berhampore  পরিযায়ী শ্রমিক-অধ্যুষিত ভগবানগোলা বিধানসভা আর কতদিন ধরে শিক্ষাগত অবকাঠামো থেকে বঞ্চিত থাকবে? এই বিষয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সম্পাদক আসিফ ফারুক জানিয়েছেন, কেন আজও এখানে একটি ITI বা পলিটেকনিক কলেজ গড়ে ওঠেনি? ভগবানগোলা ও লালবাগ মহকুমার মানুষের উচ্চশিক্ষার ন্যায্য অধিকার একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং ITI দ্রুত প্রতিষ্ঠার প্রয়োজন।

এদিকে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়েও কোনও পদক্ষেপ হয়নি। পরিকাঠামোর অভাবে সমস্যায় রয়েছে এই বিশ্ববিদ্যালয়। এমনকী বিশ্ববিদ্যালয় চালু হয়ে যাওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনও বিধি বা স্ট্যাটিউট তৈরি হয়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কাজে সমস্যা হচ্ছে। এছাড়া আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নয়নের দাবি আছে স্থানীয়দের।

Mamata Berhampore  এই বিষয়ে ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনিও জানিয়েছেন, ভগবানগোলায় একটি পলিটেকনিক কলেজ হলে খুব ভালো হবে। কলেজের দাবি বিধানসভায় তুলেছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now