এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mamata Berhampore জেলাবাসী কী চান মুখ্যমন্ত্রীর কাছে?

Published on: December 4, 2025
Mamata Berhampore

Mamata Berhampore  Mamata Banerjee Berhampore আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। ফলে রাজ্যের প্রশাসনিক প্রধান জেলায় এলে জেলাবাসীর চাওয়ার প্রত্যাশা তৈরি হয়। আজ, বৃহস্পতিবার আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বহরমপুর স্টেডিয়ামে (Berhampore Stadium) সরকারি সভায় বক্তব্য পেশ করবেন। অনেক অভাব-অভিযোগ থাকলেও জেলার উন্নয়নে মুর্শিদাবাদবাসী রাজ্য সরকারের প্রধানের কাছ থেকে যা প্রত্যাশা করেন বিভিন্ন জনের সঙ্গে কথা বলে তার একটি তালিকা তুলে ধরা হল।

আরও পড়ুনঃ Waqf Adhir Chowdhury ওয়াকফ নিয়ে সরব মমতা, পাল্টা সুর চড়ালেন অধীর

Mamata Banerjee Berhampore ইতিহাস সমৃদ্ধ এই জেলা। একসময় এখানকার রেশমের বাণিজ্য বিশ্বের অনেক দেশে বাণিজ্য করতো। উন্নয়নের জন্যে শিল্পের বিকল্প এখন এই মুহূর্তে নেই। জেলার একমাত্র শিল্পতালুক রেজিনগর শিল্পতালুক ধুঁকছে। সেখানে একটি স্টিল কারখানা ছাড়া কিছু নেই। অথচ অনেকখানি জায়গা পড়ে রয়েছে। জেলার বণিক মহলের পক্ষ থেকে পলসণ্ডায় শিল্প হাব গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বস্ত্র দফতর কোরিয়াল ও গরদের হাব তৈরি করতে চান। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিশ্চয়তা চান জেলাবাসী। এছাড়া ভাগীরথী, গঙ্গা, পদ্মায় সমৃদ্ধ মুর্শিদাবাদ জেলায় নদী বন্দরের দাবি দীর্ঘ দিনের।

Mamata Berhampore  Mamata Banerjee Berhampore এই জেলায় লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন। বিশেষ করে এই শিল্পের সঙ্গে মহিলারা নিবিড়ভাবে জড়িয়ে। তাঁদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের। বিশেষ করে সরকার নির্ধারিত মজুরি তাঁরা পান না বলে অভিযোগ। তাঁদের জন্যে একমাত্র কেন্দ্রীয় সরকারের তারাপুর হাসপাতালের পরিকাঠামোর অভাব রয়েছে।

Mamata Berhampore  Mamata Banerjee Berhampore জেলায় সবেধন নীলমণি একটি মাত্র বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। অনেক কাঠখড় পুড়িয়ে। অথচ পরিকাঠামোর অভাবে সঙ্কটে রয়েছে তা। এখনও বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট বা বিধি তৈরি হয়নি। যার ফলে অনেক সময়া রয়েছে। তবে একটি নতুন ষষ্ঠতলের বিল্ডিং নির্মাণ হচ্ছে, হস্টেলের নতুন বিল্ডিং তৈরি। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কি না সেই বিষয়ে নজর থাকবে মুর্শিদাবাদবাসীর। খ্যাতনামা কৃষ্ণনাথ কলেজ থেকে এই বিশ্ববিদ্যালয় হয়েছে। এখনও জেলার কোনও কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আসেনি। সেগুলি রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রয়োজনে ছাত্র ছাত্রী, শিক্ষকদের ছুটতে হয় কল্যাণীতে। ফলে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের যে রঙ তা এখনও পায়নি এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। জেলায় অনেক জায়গাতে কলেজ নেই। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নতির দাবি।

Mamata Berhampore  Mamata Banerjee Berhampore এই জেলায় অন্যতম বড় সমস্যা পরিযায়ী শ্রমিকদের সমস্যা। কয়েক লক্ষ শ্রমিক ভিন রাজ্যে ও দেশের বাইরে রয়েছেন। অনেকের দাবি, ৭০ লক্ষের বাসিন্দার এই জেলায় ১০ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে একের পর এক শ্রমিকের হেনস্থার খবর সামনে আসছে। বাংলা ভাষায় কথা বলার জন্যে তাঁরা ভুক্তভোগী হচ্ছেন। বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। এই সপ্তাহেই ওড়িশা থেকে চার জনকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

Mamata Berhampore  Mamata Banerjee Berhampore ভাঙ্গন সমস্যা এই জেলার গুরুত্বপূর্ণ সমস্যা। শামসেরগঞ্জ, লালোগোলার তারানগরে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। সেখানকার বাসিন্দারা চান, মুখ্যমন্ত্রী এসে সরেজমিনে দেখে যান তাঁদের অবস্থা।
Mamata Berhampore Mamata Banerjee Berhamporeমুর্শিদাবাদ জেলা ভেঙে একাধিক জেলা হওয়ার কথা আগে ঘোষণা হয়েছিল। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কি না সেদিকে নজর জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now