Mamata Banerjee আর কয়েক মাস পরেই ২৬ এ বিধানসভা নির্বাচন। বছর শেষের আগেই ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করল রাজ্য সরকার। ২ ডিসেম্বর মুর্শিদাবাদ সফরের আগেই নবান্নের সভাঘর থেকে ২০১১ থেকে ২০২৫, গত ১৫ বছরে তৃনমূল সরকারের কাজের সাফল্যের খতিয়ান ‘ রিপোর্ট কার্ড’ জনসমক্ষে পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee। যার অফিশিয়াল নাম দেওয়া হয়েছে- ‘উন্নয়নের পাঁচালি’।
আরও পড়ুন– Mamata Banerjee in Berhampore বহরমপুরে এলেন মুখ্যমন্ত্রী , ব্যারাক স্কোয়ারে অনুগামীদের ভিড়
Mamata Banerjee ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee এদিন মুখ্যমন্ত্রী ১৫ বছরে বাংলায় উন্নয়নের পাঁচালিতে তুলে ধরেছেন রাজ্যে কর্মসংস্থানের খতিয়ানও। রাজ্যে শিল্প- কর্মসংস্থানের সাফল্য নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৪ বছরে রাজ্যে ২ কোটির উপরে কর্মসংস্থান হয়েছে। সারা দেশে বেকারত্বের স্থান ৪০% কমিয়েছি। অর্থনৈতিক করিডর হচ্ছে। ২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে ১ লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে।” এদিন মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “রাজ্যের ২.২১ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তৃণমূল সরকার। রূপশ্রী প্রকল্পের উপভোক্তা ২২.০২ লাখ মেয়ে। এক কোটি মেয়ে কন্যাশ্রী পাচ্ছে। ২০১৩- ২০২৩ সালের মধ্যে রাজ্য সরকারের ১.৭২ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে।”

Mamata Banerjee ‘এটা জলাঞ্জলির পাঁচালি’- তীব্র কটাক্ষ শুভেন্দুর অধিকারীর
Mamata Banerjee মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পাঁচালি’কে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari। মুখ্যমন্ত্রীকে নিশানা করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ” আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গিয়েছেন। আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না। আবার আজকে বলেছেন দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ! আপনি নির্বাচনে চালিয়ে যাচ্ছেন। ৪২ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এরও তালিকা আমরা দেখতে চাই। আপনার আমলে , স্বাস্থ্য বাজেটে ছয় গুণ বৃদ্ধি হয়েছে। আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন।” শুভেন্দু আরও বলেন, ‘ সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন।’
আরও পড়ুন– Humayun Kabir মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভার দিনই কী করবেন হুমায়ুন?
Mamata Banerjee ২০২৬ এর বিধানসভা ভোটের দামামা কার্যত বেজেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের SIR এর কাজ শেষ হওয়ার পরেই বাংলায় ভোট ঘোষণা হতে পারে বলেই গুঞ্জন। এর মাঝে ১৪ বছরে কী কী উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ করেছে তৃনমূল- তার খতিয়ানই পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিরোধী মহলেও চর্চা তুঙ্গে।















