Mamata Banerjee in Berhampore মঙ্গলবার বিকেলে বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ল্যান্ড করে বিকেল ৪ টে ১৫ নাগাদ। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মাঠে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, অন্যান্য পুলিশ কর্তারা। ছিলেন বহরমপুর ও জঙ্গিপুর তৃনমূলের দুই সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ও খলিলুর রহমান, আইএনটিটিইউসি- রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।
Mamata Banerjee in Berhampore বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee in Berhampore মুখ্যমন্ত্রীর ৩ দিনের মুর্শিদাবাদ সফর ঘিরে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীকে দেখতে এদিন মাঠে ভিড় করেন অসংখ্য দলীয় কর্মী, অনুগামীরা। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে মাঠ জুড়ে। হেলিকপ্টার থেকে নেমেই অনুগামীদের উদ্দ্যেশ্যে হাত নাড়লেন তৃনমূল সুপ্রিমো। এরপরেই মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সভাপতি অপূর্ব সরকার। এরপরয়েই হেলিপ্যাডের চারপাশে অনুগামীদের উদ্দ্যেশ্যে হাত নেড়ে দলীয় নেতৃত্বদের সাথে কথা বলে হেঁটেই ব্যারাক স্কোয়ার থেকে সার্কিট হাউসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কিট হাউসেই রাত্রিযাপন মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee in Berhampore বুধবার বহরমপুর থেকেই মালদায় সভায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে ফিরবেন বহরমপুরে। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর-সহ একাধিক ইস্যু নিয়ে দুই সভা থেকে ফের সরব হবেন মমতা।













