Mamata Banerjee সোমবার মুখ্যমন্ত্রী প্রায় ৪০০ বছরের শহরে

Published By: Imagine Desk | Published On:

Mamata Banerjee রাত পোহালেই ঐতিহাসিক নবাবের শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে জোরদার প্রস্তুতিও। এই শহর আবার আজকের নয়, প্রায় ৪০০   বছরের পুরোনো শহর। বলা হয়, ষোড়শ শতকে মুগল সম্রাট আকবরের Akbar   সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল ‘মাকসুদাবাদ’, যা থেকে মুর্শিদাবাদের নামকরণ। ১৮ শতকের গোড়ার দিকে নবাব মুর্শিদ কুলি খাঁ-র Murshid Quli Khan  সময়েই মাকসুদাবাদ থেকে নাম বদলে হয় মুর্শিদাবাদ ।  নবাব মুর্শিদ কুলি খাঁ-র শাসনকালে বাংলার রাজধানী ছিল এই ‘মাকসুদাবাদ’। ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে পর্যন্ত বাংলার রাজধানীর গৌরব ছিল মুর্শিদাবাদের হাতে। ভারতের ইতিহাসে মুর্শিদাবাদের গুরুত্ব আজও অম্লান। ইতিহাসের পাতায় বারবার ফিরে আসে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ। সেই যুদ্ধ, যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা প্রতিষ্ঠা করে তাদের শাসনের ভিত্তি। পলাশির যুদ্ধের পর বাংলার নবাবি শাসনের অবসান ঘটে এবং শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন।

Mamata Banerjee মুখ্যমন্ত্রী আসবেন ইতিহাসের মুর্শিদাবাদে

Mamata Banerjee  ইতিহাস বলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা হাতে নেওয়ার পর মুর্শিদাবাদেই দীর্ঘদিন ধরে চলেছিল তাদের প্রশাসনিক কাজকর্ম। নবাবদের শাসনকালে মুর্শিদাবাদ ছিল সুবে বাংলার রাজধানী। সুবে বাংলা তখনকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বর্তমান বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত ছিল। এর আগে খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ের রাজা শশাঙ্ক তার রাজধানী গড়ে তুলেছিলেন মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে। এমনকি পাল সাম্রাজ্যের অন্যতম রাজা মহীপালের রাজধানীও এই জেলাতেই ছিল বলে ধারণা। মুর্শিদাবাদের আনাচে-কানাচে আজও ছড়িয়ে রয়েছে নবাব আমলের অসংখ্য ঐতিহ্যের চিহ্ন—মসজিদ, সমাধি, বাগানবাড়ি এবং আরও অনেক কিছু। পাশাপাশি এই অঞ্চলে এখনও টিকে আছে ঐতিহ্যবাহী শিল্পকলা। হাতির দাঁতের কারুকাজ, সোনা-রুপোর সূক্ষ্ম নকশার কাজ, আর রেশম বুননের মতো শিল্প এখনও মুর্শিদাবাদের সংস্কৃতির অংশ।

Mamata Banerjee মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সাজছে সেই  নবারের শহর। সোমবার দুপুরে মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্সটিটিউশন মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে মুখ্যমন্ত্রীর সভাস্থল তৈরির কাজ। মঞ্চ তৈরি থেকে সভাস্থল ঘেরার কাজে ব্যস্ত কর্মীরা। হাতে মাত্র একটা দিন। তার আগে সভাস্থল থেকে সভার মাঠেও চলছে জোরদার প্রস্তুতি। প্রশাসনিক আধিকারিক থেকে তৃণমূল নেতৃত্ব ঘুরে দেখছেন সভার প্রস্তুতিও। শহরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রীর কাটআউটে সাজিয়ে তোলা হয়েছে।

Mamata Banerjee  মুখ্যমন্ত্রী সভা থেকে একদিকে যেমন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন অন্যদিকে জেলার উন্নয়নে কী  বার্তা দেবেন দিকেই তাকিয়ে জেলার মানুষ।মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জানান, “ মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে প্রায় ১৫০ কোটির প্রকল্প হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে। বাড়িবাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প উদ্বোধন করা হবে”। ইন্দ্রজিৎ ধরের দাবি, ট্যুরিস্টদের জন্য বিকল্প রাস্তার উদ্বোধন হবে।