Mamata Banerjee বাজারে বেড়েই চলছে আলু, পেঁয়াজ (Onion) থেকে সবজির দাম । দাম নিয়ে এবার আসরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee. Hon’ble Chief Minister, West Bengal. । মঙ্গলবার নবান্ন থেকে বৈঠক করলেন বাজার কমিটিগুলির সঙ্গে। বৈঠকে ছিলেন সরকারি আধিকারিকরাও। বৈঠক থেকে ব্যবসায়ীদের কড়া সতর্কতা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বড় ব্যবসায়ীদের একাংশ হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর দাবি কৃত্রিম উপায়ে তৈরি করা হচ্ছে আলুর ঘাটতি । রাজ্যের কোল্ড স্টোরেজে ৪৫ লক্ষ ম্যাট্রিক টন আলু মজুত করে রাখা। সেই আলু ব্যবহার করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী । নির্দেশ দেন, বর্ডারে করতে হবে নাকা চেকিং। আলু পেঁয়াজের দামে এদিন বেজায় চটলেন মমতা। দিলেন পুলিশ প্রশাসনকে দিলেন কড়া নজরদারির নির্দেশ।
দাম কমাতে কী নির্দেশ দিলেন Mamata Banerjee ?
বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্কফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee । যত দিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্কফোর্সের সদস্যরা। নজর রাখবে পুলিশও। একইসঙ্গে নিয়মিত বৈঠকে বসতে হবে তাঁদের। থাকবেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি। প্রতি সপ্তাহে সেই রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, “১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”
মূল্যবৃদ্ধি নিয়ে অবশ্য কেন্দ্রের দিকেও তোপ দেগেছেন মমতা Mamata Banerjee । তিনি বলেন, “ তিন মাস ধরে ভোট হয়েছে। নির্বাচনী বন্ডের টাকা তুলতেই সব্জির দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কি না, খোঁজ নিয়ে দেখতে হবে”।