Mamata Banerjee দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবার বারাল রাজ্য। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০ হাজার টাকা। এ বছর তা ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক বৈঠক থেকে জানান, “আগের বারের মতন সমস্ত ফায়ার লাইসেন্স সহ সমস্ত ফি মুকুব করা হল। এবার বিদ্যুতে ৭৫% ছাড় হবে। এই বছর ৭০ থেকে বাড়িয়ে ৮৫ হাজার সরকারি অনুদান করে দিলাম”।
শুধু তাই নয় পরের বছর এই অনুদান এক লক্ষ টাকা করা হবে বলেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির সদস্যের নিয়ে বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।