Mamata Banerjee রাজ্য জুড়ে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ শেষ হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর। আর সেই দিনই মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের ৪ তারিখ বহরমপুর স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CM Mamata Banerjee । তারই চূড়ান্ত প্রস্তুতি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। মাঠে নেমেছেন তৃনমূল নেতারাও। শুক্রবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, জেলা প্রকল্প আধিকারিক ডঃ সুকান্ত সাহা, জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
আরও পড়ুন– Mamata Banerjee ডিসেম্বরে মুর্শিদাবাদে CM মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সভা
Mamata Banerjee ৪ ডিসেম্বর বহরমপুরে জনসভা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee সভাস্থলে প্রস্তুতিতে কোথায় কী জরুরি- নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। ঘুরে দেখা হয় স্টেডিয়ামের Berhampore Stadium চারপাশ। জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সাথেই এদিন বহরমপুর স্টেডিয়াম পরিদর্শনে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সভাপতি অপূর্ব সরকার, চেয়ারম্যান নিয়ামত সেখ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূলের সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ তৃনমূল নেতৃত্বদের একাংশ।

আরও পড়ুন- DM Visits Berhampore Stadium: স্টেডিয়ামের সংস্কারে কী বললেন জেলাশাসক?
Mamata Banerjee দুই সাংগঠনিক জেলার সভাপতি কী বললেন?
Mamata Banerjee বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রোটোকল মেনেই সমস্ত প্রস্তুতি নিতে হয়। মাঠ পরিদর্শন হল। যে লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হবেন মানুষের যাতে যাতায়াতেরও কোন অসুবিধা না হয় , সমস্ত বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃনমূলের সভাপতি খলিলুর রহমান বলেন, মুখ্যমন্ত্রীর জন্য অধীর অপেক্ষায় রয়েছি। বহরমপুরের মাঠে আসছেন মুখ্যমন্ত্রী। লক্ষাধিক লোক নিয়ে স্বাগত জানানো হবে।

Mamata Banerjee মুখ্যমন্ত্রীর সভাস্থলে চূড়ান্ত প্রস্তুতি
Mamata Banerjee ইতিমধ্যেই বহরমপুর স্টেডিয়ামে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। প্রোটোকল অনুযায়ী সমস্ত কিছুই হচ্ছে বলে জানিয়েছেন তৃনমূল নেতৃত্ব। বহরমপুর স্টেডিয়ামেই প্রস্তুতি বৈঠকও হওয়ার কথা শনিবার। সব নিয়েই মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমোর বহরমপুরে সভা নিয়ে উচ্ছ্বসিত তৃনমূল শিবির। বহরমপুরে সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেটাই দেখার।













