এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mamata Banerjee মুর্শিদাবাদে অশান্তির পর কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Published on: May 6, 2025
Mamata Banerjee

Mamata Banerjee দুদিনের মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সুতি, সামসেরগঞ্জে গেলেন মুখ্যমন্ত্রী। সুতিতে করলেন প্রশাসনিক সভা। সভা থেকেই মুর্শিদাবাদ জেলায় অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। ‘বাংলার বাড়ি প্রকল্পে’ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন ঘরের প্রতীকী চাবি। এ ছাড়া পহেলগাঁও কাণ্ডের পর জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দিয়েছেন ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যও।

Mamata Banerjee  সকলকে মিলেমিশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক গুরুত্ব এবং সম্প্রীতি মনে করান। তিনি বলেন, ‘ আমরা দিঘায় জগন্নাথ ধাম তৈরি করেছি। মুর্শিদাবাদেও অনেক কাজ হয়েছে। মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কন্ঠে মুখস্থ। ১৯৯২ সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেন নি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, এসেছিলাম তখন, চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল।’

Mamata Banerjee কী অনুরোধ করেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee   মুর্শিদাবাদবাসীর  উদ্দ্যেশ্যে  মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না। আমি আপনাদের মাথার উপরে যখন আছি, না হয় পায়ের নীচেও আছি। মানুষের পায়ের নীচে থাকাটা গর্ব। যারা মানুষের কাজ করে, কোন কাজই ছোট নয়। সব কাজই বড়। যে মায়ে বোনেরা ঘর সংসারের কাজ করে, ছেলে মেয়ে মানুষ করে, বাইরে কাজ করে, ভাই বোনদের রক্ষা করে, শ্রমিক, কৃষকদের মর্যাদা দেয়, মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব।’

Mamata Banerjee মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি

Mamata Banerjee বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি আপনাদের বলব প্লিজ দয়া করে, বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনভাবে প্ররোচিত হবেন না। কোন ভাগাভাগি করবেন না। মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমার বলাটা হৃদয় থেকে বাদ দিয়ে দিন। আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোন দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, মানুষ দাঙ্গা করে না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়। আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন- কারও কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই। আমি অন্ধকার দেখতে চাই না।’

Mamata Banerjee শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি। ধর্ম মানে সম্প্রীতি। ধর্ম মানে সংস্কৃতি। মমতা বলেন, যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয় কী নাম, কী ধর্ম, কী পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় কোন নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। এই রক্ত মানুষের জীবন বাঁচানোর জন্য। এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয়।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now