Mamata Banerjee মঙ্গলবার বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা সফরের আগে বহরমপুরে জেলা প্রশাসনিক বৈঠকে শেষ মূহুর্তের বৈঠকে জেলা প্রশাসন। বৈঠকে হাজির জেলা তৃণমূল নেতৃত্ব, বিধায়ক, সাংসদরাও। মঙ্গলবারই তিনদিনের সফরে মুর্শিদাবাদে Murshidabad আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে চূড়ান্ত ব্যস্ততা প্রশাসনিক মহলে। এদিন দুপুরে জেলা প্রশাসনিক বৈঠক প্রশাসনের। বৈঠকে মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলারে পুলিশ সুপার কুমার সানি রাজ, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃনমূলের দুই সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, অপূর্ব সরকার সহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

Mamata Banerjee আজ বহরমপুরে মুখ্যমন্ত্রী, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনিক মহলে
Mamata Banerjee এদিনের প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। আগামী ৪ তারিখ মুখ্যমন্ত্রী সভা করবেন বহরমপুর স্টেডিয়ামে। তার আগে চূড়ান্ত প্রস্তুতির জন্য এই বৈঠক বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার বেলা দুটোয় জেলাশাসকের দপ্তরে বৈঠক শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। ব্যারাক স্কয়ারে ময়দানেও চূড়ান্ত ব্যস্ততা। মুখ্যমন্ত্রীর আসার আগেই ভিড় জমতে শুরু করে অনুগামীদের। বহরমপুর থেকেই বুধবার মালদহের গাজোলে সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরের আগে শহর বহরমপুর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ব্যারাক স্কয়ারে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড, বহরমপুর স্টেডিয়ামেও হেলিপ্যাড প্রস্তুত।













