এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mamata Banerjee ডিসেম্বরে মুর্শিদাবাদে CM মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সভা

Published on: November 24, 2025
Mamata Banerjee

Mamata Banerjee  ডিসেম্বরের শুরুতেই মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! করবেন সভা। মুখ্যমন্ত্রীর সভা নিয়ে সোমবারই বিস্তারিত জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান । এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদে  ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বর্ণ ডিজিজ কনট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা VBDC-VCT/VST-র প্রথম কর্মী সম্মেলন শেষে মুখ্যমন্ত্রীর জেলা সফর প্রসঙ্গে তিনি জানিয়েছেন।

Mamata Banerjee   ডিসেম্বরে বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee কী জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান?

Mamata Banerjee মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, “আগামি ৪  ডিসেম্বর মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়ামে বেলা ১২ টায় আসার কথা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদে এসে আগামি দিনে ওনার কাছে কিছু প্রাপ্য হবে। মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে ওনার হাত প্রশস্ত করবেন। উন্নয়নের দিশা বারবার এসে উন্মোচন করেন, আবারও করবেন।”

Mamata Banerjee গত মে মাসে মুর্শিদাবাদে এসেছিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee উল্লেখ্য,  গত ৫ মে দুদিনের জন্য মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে এসেছিলেন। ৬ মে সুতির ছাবঘাটি স্কুলের মাঠে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তার আগে  ২০২৪ এর ৩১শে ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও নবাবের জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জানিয়েছেন আগামী ৩রা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়াম ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now