Mamata Banerjee নেতাদের সাইকেলে ঘুরতে বললেন মমতা

Published By: Imagine Desk | Published On:

Mamata Banerjee  একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের সাইকেলে, বাইকে পাড়ায় পাড়ায় ঘুরতে বললেন মমতা ব্যানার্জি। রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে  মমতা বলেন, ‘‘তৃণমূল (India Trinamool Congress )  করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতিনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর-মন ভাল থাকে। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার, সাইকেলে ঘোরা ভাল।”

দুর্নীতি নিয়েও এদিন একুশে জুলাইয়ের  মঞ্চ থেকে সরব হয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, মমতা বলেন, ‘‘আমরা দুর্নীতির কাছে মাথা নত করব না। এটা আজকে শপথ নিন। আমরা লড়াই করব”।এরপর কিছুটা বৃষ্টি হওয়ায় মমতা বলেছেন, ‘‘বৃষ্টি গায়ে লাগল তো? এ তো স্নান করলে ধুয়ে যাবে, কিন্তু নোংরা গায়ে লাগলে সেটা ধোয়া যায় না। কেউ যেন আপনাকে লোভী বানাতে না পারে। আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।”